কলকাতা: সাল ২০২১। বছরটা ছিল খুবই গুরুত্বপূর্ণ তৃণমূলের জন্য। ওই বছরই তৃতীয়বার, বাংলায় সরকার গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিকে এই বছরেই ঘূর্ণিঝড় ইয়াসে (Cyclone Yaas) ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছিল এই রাজ্য। এদিকে ইয়াসে ক্ষতিগ্রস্থদের জন্য আসা ত্রাণেই 'দুর্নীতির' লাল কালি লেগে গিয়েছিল। তৃণমূলের বিরুদ্ধে উঠেছিল 'ত্রিপল চুরি'-র অভিযোগ। এদিকে এবার লোকসভা ভোটের বছর। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ঠিক এমনই সময় , জলপাইগুড়ি ঘূর্ণিঝড়ে (Jalpaiguri Storm) শাসকদলের ভূমিকার ইস্যুতে তোপ দাগল বিজেপি (BJP)। 'টর্নেডোতে মানুষের সর্বনাশে তৃণমূলের পৌষমাস', মন্তব্য বিজেপির।


মূলত কদিন আগেই বিধ্বংসী ঝড় হয়ে গিয়েছে জলপাইগুড়িতে। ঘরবাড়ি, টাকা-পয়সা তো হারিয়েছেই অনেকে। হারিয়েছেন প্রিয়জনকেও। ঘূর্ণিঝড়ের খবর পেতেই ওই রাতেই উত্তরবঙ্গে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করেন ক্ষতিগ্রস্থ পরিবারের সঙ্গে। আর্থিক ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। যদিও আজ বিজেপির ব্যাখ্যা, 'টর্নেডোতে মানুষের সর্বনাশে তৃণমূলের পৌষমাস।' মূলত এদিন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের দলীয় প্রার্থী দিলীপ ঘোষের সুরে সুর মিলিয়েই তোপ দাগেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। বলেন, 'ঝড়বৃষ্টি-বন্যা হলে তৃণমূল নেতা ও ক্যাডারদের সুবিধা হয়, কারণ তাঁরা কেন্দ্রীয় সাহায্য পকেটে পুরতে পারেন।' 


তাঁর 'উত্তরবঙ্গে বিজেপির ঝড়' মন্তব্য নিয়ে আগেই শুরু হয়েছিল তোলপাড়।এবার আরও এক বেলাগাম মন্তব্য করলেন দিলীপ ঘোষ। এবার তাঁর মন্তব্য, 'ঝড় হলেই টিএমসির পোয়াবারো'। আর এই নিয়ে রাজনৈতিক মহলে ফের শুরু হয়েছে শোরগোল। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন,বিজেপি ঝড় করেছে নাকি? ঝড় হলেই টিএমসি-র একদম পোয়াবারো। যা মাল আসবে ঝেড়ে ফাঁক করে দেবে। উত্তরবঙ্গে ঝড়ের পর, থামছেই না দিলীপ ঘোষের 'ঝোড়ো ইনিংস'। ভোটের বাজারে কার্যত মন্তব্যের 'T-20' খেলে চলেছেন বিজেপির বিদায়ী সাংসদ ও প্রার্থী। উত্তরবঙ্গে ঝড়ের পর ফের তুঙ্গে উঠেছে আবাস-রাজনীতি। মানুষের মাথার ওপর পাকা ছাদ না থাকার দায় কার? এই নিয়েই যখন চাপানউতোর চলছে, তখন তৃণমূলকে তাঁর চেনা মেজাজে অলআউট আক্রমণ করে চলেছেন দিলীপ ঘোষ। 


দিলীপ ঘোষ বলেন, বন্যা হোক, ঝড় হোক ভূমিকম্প হোক ওরা চায়। তাহলে কামাই হবে। সরকারে যাঁরা আছে তাঁদের দায়িত্ব ওখানকার যাঁরা ক্ষতিগ্রস্ত মানুষ তাঁদের কাছে দাঁড়িয়ে তাঁদের মনোবল বাড়ানো। ক্ষতিপূরণ দিয়ে তাঁদেরকে আবার নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসা। ঝড় নিয়ে সোমবারও বেলাগাম মন্তব্য করে নতুন করে শিরোনামে উঠে এসেছিলেন দিলীপ ঘোষ। যে মন্তব্যের তীব্র সমালোচনায় সরব হন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। দিলীপ ঘোষ বলেন, ঝড় তো উত্তর বাংলায় শুরু হচ্ছে ঝড়, ভোট ওদিক থেকে শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়ে গেছে। তাতে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। 


আরও পড়ুন, শেখ শাহজাহানের সঙ্গে মমতা ও অভিষেকের সম্পর্ক নিয়ে অভিযোগ শুভেন্দুর


তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, যারা এই ঘূর্ণিঝড় নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করছে,বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি বলছেন বিজেপির ঝড়ে বাড়ি উড়ে গেছে। বিজেপির ঝড় চলছে। যাদের এতটুকু ন্যূনতম উপলব্ধি নেই, যে এই নির্বাচনকে সামনে রেখে রাজনীতি না করে দুর্যোগের সময়, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে দুটো প্রাণ যদি আমি বাঁচাতে পারি বা একটু সাহায্য করে তাঁদেরকে যাতে দুটো ছাদের ব্যবস্থা করতে পারি, তাঁদের মানসিকতাতেই নেই। আর এরপর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই, ঝ়ড় রাজনীতি নিয়ে ফের তৃণমূলকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ।