পূর্ব মেদিনীপুর: ২৫ মে মেদিনীপুরে লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। আর নির্বাচনের মুখে, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে বিজেপি মুখপাত্র  শঙ্কুদেব পণ্ডার গাড়িতে 'হামলা'-র অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি (BJP)।


BJP নেতা শঙ্কুদেব পণ্ডার গাড়িতে 'হামলা'


হামলার ঘটনায় শঙ্কুদেবের দাবি, 'পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে থাকা গাড়ির উপর চড়াও হয় দুষ্কৃতীরা।  বাইকে চেপে এসে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।' শেষ অবধি পাওয়া খবরে, এক হামলাকারীকে ধরেও ফেলেছে শঙ্কুর নিরাপত্তারক্ষীরা। তাঁকে আটক করেছে চণ্ডীপুর থানার পুলিশ। সম্প্রতি বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গাড়িতেও হামলার অভিযোগ ওঠে। মন্তেশ্বর থেকে বর্ধমান শহর। চতুর্থ দফার ভোটে দিনভর দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল।ভাঙচুর করা হয়েছিল কনভয়ের গাড়ি। মাথা ফাটল বিজেপি প্রার্থীর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের।তাদেরই লাঠির বাড়িতে জখম হয়েছিলেন একজন। যার বিরুদ্ধে সরব হয় তৃণমূল। 


বিস্ফোরক অভিযোগ শঙ্কুদেব 


সম্প্রতি নৌশাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। তৃণমূলের সেটিংয়ের অভিযোগ তুলেছিলেন তিনি। প্রসঙ্গত, একেই এবারে নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভোট ঘোষণার অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে কে দাঁড়াবেন ? এই প্রশ্ন তখন ঘুরে বেড়াচ্ছিল আকাশে, বাতাসে। কিন্তু সেগুড়ে বালি। ডায়মন্ডহারবার-সহ কোন লোকসভা কেন্দ্রেই শেষ অবধি নোঙর বাঁধা পড়েনি।


বামেদের সঙ্গে ISF-এর সঙ্গে সেটিংতত্বের দাবির পাশাপাশি বিজেপির সঙ্গে নৌশাদের দলের বোঝাপড়া নিয়েও একাধিকবার দাবি জানিয়েছিল শাসকদল। আর তারই মাঝেই বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা সেসময় বলেছিলেন,'লোকের গদ্দারির একটা লেভেল থাকা উচিত। কী বাঁদর নাচ নাচিয়েছে। সিপিএমকে নাচিয়েছে, বামফ্রন্টকে। কংগ্রেসকে নাচিয়েছে। নাচিয়ে এতগুলো লোককে টুপি পরিয়ে পুরো অভিষেকের লাইনে খেলে যাচ্ছে। এ তো বৃহত্তর সেটিং।'


 আরও পড়ুন, দক্ষিণবঙ্গের এই ৩ জেলায় বর্ষণের পূর্বাভাস, আজ কেমন আবহাওয়া দুই বঙ্গে ? 


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।