ঝিলম করঞ্জাই, কলকাতা: গত সপ্তাহে বৃষ্টি একঝটকায় রাজ্যের তাপমাত্রা (Temparature) কমে গিয়েছিল। কিন্তু বৃষ্টি উধাও হতেই ফের বাংলার তাপমাত্রা তির্যক। এই সপ্তাহে কি রাজ্যের ভাগ্যে বৃষ্টি রয়েছে ? আজ কেমন আবহাওয়া উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ? (South Bengal North Bengal)  জানাল আবহাওয়া দফতর (Weather Office)। 


তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী


আবহাওয়াবিদ বলেন, তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হতে শুরু গিয়েছে। আগামী কয়েকদিনের দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে। ১৯ মে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে তাপপ্রবাহের সতর্কবার্তা। ওই দিন মুর্শিদাবাদ,নদিয়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রামে গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে।


আজ কেমন আবহাওয়া উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ?


গতকাল থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় এই বৃষ্টির সম্ভাবনা ছিল। তবে আজ ততটা প্রসন্ন নয় হয়তো প্রকৃতি। আজ বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার-সহ ৫টি জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস  হাওয়া অফিসের। 


১৭ মে থেকে ১৮ মে কেমন আবহাওয়া ?


আগামীকাল ১৭ তারিখ দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৮ তারিখে দক্ষিণবঙ্গে কোনও জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ১৮ মে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে, পূর্ব বর্ধমান, হুগলি, নদীয়া, পুরুলিয়া ঝাড়গ্রামে, তাপমাত্রা বেশি থাকবে এবং অস্বস্তিকর পরিবেশ থাকবে। উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরেও গরম এবং অস্বস্তিকর  পরিবেশ থাকবে।   তবে ১৮ তারিখে আলিপুরদুয়ার, কোচবিহার,দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি-উত্তরবঙ্গের এই ৫ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ১৮ মে দার্জিলিঙে বৃষ্টির সঙ্গে ঝড়ের পূর্বাভাসও রয়েছে।


পঞ্চমদফা ভোটের দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি


১৯ মে তারিখে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বীরভূম, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায়, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  এই তারিখে উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার,দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি-উত্তরবঙ্গের এই ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে। ২০ তারিখ ভোটের দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হবে। ২১ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। 


আরও পড়ুন, ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সাহায্যের আশ্বাস মমতার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।