West Bengal News Live: ওবিসি সার্টিফিকেট বাতিল, এবার অভিষেকের নিশানায় বিচারবিভাগ

Lok Sabha Election 2024 : রাজ্যের জেলা থেকে জেলার প্রতিটি কোণে এই মুহূর্তে কী কী গুরুত্বপূর্ণ খবর , এক নজরে।

ABP Ananda Last Updated: 23 May 2024 11:12 PM
Ramkrishna Mission: শিলিগুড়ি রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের হাতে সেবক হাউস তুলে দিল পুলিশ

শিলিগুড়ি রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের হাতে সেবক হাউস তুলে দিল পুলিশ। রবিবার ভোরে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের সম্পত্তি সেবক হাউসে হামলা হয়। সেই ঘটনায় মূল অভিযুক্ত প্রদীপ রায়ের বিরুদ্ধে এখনও পুলিশ কোনও ব্যবস্থা নিতে পারেনি।

Loksabha Election 2024: ভোটের আগে বসিরহাটের বিজেপি নেত্রী তৃণমূলে

ভোটের আগে বসিরহাটের বিজেপি নেত্রী তৃণমূলে। তৃণমূলে বসিরহাটের বিজেপি নেত্রী সিরিয়া পারভিন। 

Mamata Banerjee: শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরুর সম্ভাবনা

শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরুর সম্ভাবনা 

Weather Forecast: রবিবার মধ্যরাতেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'রেমাল'

রবিবার মধ্যরাতেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'রেমাল'

Mamata Banerjee: বৃহস্পতিবার রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়

দমদমের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় ও বরানগর উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বৃহস্পতিবার রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Weather Forecast: ঝড়ের প্রভাব থেকে রেহাই পাবে না বাংলাও

ভোটের মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার মধ্যরাতে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর। বাংলাদেশে আছড়ে পড়লেও ঝড়ের প্রভাব থেকে রেহাই পাবে না বাংলাও। শনিবার থেকে সোমবার পর্য়ন্ত দক্ষিণবঙ্গে একাধির জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Abhishek Banerjee: ওবিসি সার্টিফিকেট বাতিল, এবার অভিষেকের নিশানায় বিচারবিভাগ

ওবিসি সার্টিফিকেট বাতিল, এবার অভিষেকের নিশানায় বিচারবিভাগ

Loksabha Election 2024: দেবের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় তথ্য দিয়ে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

দেবের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় তথ্য দিয়ে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

Nandigram News: ১৬ ঘণ্টা পার, নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনে এখনও গ্রেফতার শূন্য!

১৬ ঘণ্টা পার, নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনে এখনও গ্রেফতার শূন্য! 

Loksabha Election 2024: ভোটের আগে উত্তপ্ত তমলুক লোকসভা কেন্দ্র

ভোটের আগে উত্তপ্ত তমলুক লোকসভা কেন্দ্র। নন্দীগ্রামে বিজেপি সমর্থক খুনের দিনই ময়নার বাকচায় আক্রান্ত  বিজেপি কর্মী। 

Nandigram News: নন্দীগ্রামে মহিলা সমর্থক খুন, মমতার বিরুদ্ধে কমিশনে বিজেপি

নন্দীগ্রামে মহিলা সমর্থক খুন, মমতার বিরুদ্ধে কমিশনে বিজেপি 

Weather Forecast: ঘণ্টায় ১০০ কিমি বেগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'রেমাল'

ঘণ্টায় ১০০ কিমি বেগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'রেমাল'। মূলত বাংলাদেশে আছড়ে পড়লেও রেহাই পাবে না বাংলা। 

Nandigram News: নন্দীগ্রামে ঢুকতেই তৃণমূলের প্রতিনিধি দলে গোব্যাক বিজেপির

নন্দীগ্রামে ঢুকতেই তৃণমূলের প্রতিনিধি দলে গোব্যাক বিজেপির

Dev: টাকা ফেরানোর তথ্য সোশাল মিডিয়ায় পোস্ট করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী

টাকা ফেরানোর তথ্যও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ঘাটালের তৃণমূল প্রার্থী

Weather Update: মে-র শেষে ফের ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

মে-র শেষে ফের ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। রবিবার মধ্যরাতেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'রেমাল'। 

Suvendu Adhikari: আহতদের দেখে হাসপাতাল থেকে বেরিয়ে নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে ধমক শুভেন্দুর

আহতদের দেখে হাসপাতাল থেকে বেরিয়ে নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে ধমক শুভেন্দুর। খুনির সঙ্গে আইসি বৈঠক করেছেন বলে অভিযোগ।

Nandigram News: 'IC-কে মজা দেখাচ্ছি,' হুঙ্কার শুভেন্দুর 

IC-কে মজা দেখাচ্ছি, হুঙ্কার শুভেন্দুর 

Amdanga BJP Worker Attacked: ভোটের দিন আমডাঙায় দুই বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ

ভোটের দিন আমডাঙায় দুই বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ। ২০ মে, মারধরের অভিযোগ, এখনও গ্রেফতার হয়নি কেউ। গতকাল এই নিয়ে তৃণমূল বিধায়ককে হুঁশিয়ারি দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। 'বিজেপি কর্মীদের আক্রমণ করলে ঘেরাওয়ের মুখে পড়তে হবে'। আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমানকে হুঁশিয়ারি অর্জুনের।  বিজেপির এত শক্তি নেই যে ঘেরাও করবে, প্রতিক্রিয়া তৃণমূল বিধায়কের । 

Suvendu On Dev: দেবের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় তথ্য দিয়ে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

দেবের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় তথ্য দিয়ে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর। '২০১৬ সালে এনামুল হকের ভাইয়ের থেকে দুই দফায় ৫০ লক্ষ টাকা নিয়েছেন দেব। দেবকে ঘড়ি ও মোবাইল দেওয়ার কথা উল্লেখ এনামুলের ডায়েরিতে। দেবকে স্বীকার করতে হবে, সিনেমা করতে গরুপাচারের টাকা নিয়েছিলেন। ইডি জিজ্ঞাসাবাদ শুরু করার পর টাকা ফেরত দিয়েছেন দেব। মহুয়া মৈত্র যা করেছিলেন দেবও তাই করেছেন', ডায়েরির পাতা পোস্ট করে দাবি শুভেন্দু অধিকারীর। 

Nandigram BJP Supporter Murder Case: বিজেপি সমর্থক খুনে অগ্নিগর্ভ নন্দীগ্রাম

তমলুক লোকসভা কেন্দ্রে ভোটের ৩ দিন আগে নন্দীগ্রামে খুন বিজেপি নেতার মা। বিজেপি নেতার মা-কে পিটিয়ে-কুপিয়ে খুন। নিহত বিজেপি নেতার মায়ের নাম রথীবালা আড়ি। মৃতের ছেলে সঞ্জয় আড়ি সোনাচূড়ার বিজেপি এসসি মোর্চার অঞ্চল সম্পাদক। হামলায় গুরুতর জখম সঞ্জয়কে নিয়ে আসা হয়েছে কলকাতায়। বিজেপি সমর্থক খুনে অগ্নিগর্ভ নন্দীগ্রাম। সোনাচূড়ার একাধিক দোকানে ভাঙচুর করে আগুন। রাস্তায় গাছের গুড়ি ফেলে বিক্ষোভে বিজেপি। বেলা বারোটার পর অ্যাকশনে পুলিশ-র‍্যাফ। লাঠিচার্জ করে আন্দোলনকারী বিজেপি কর্মী-সমর্থকদের ছত্রভঙ্গ করল পুলিশ। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করল পুলিশ। 

Dilip Attacks TMC: দিলীপের নিশানায় তৃণমূল

ভোট যত এগোচ্ছে টিএমসি-র হারতে হারতে পিঠ ঠেকে যাচ্ছে, সেই কারণেই সন্ত্রাস চালাচ্ছে, আক্রমণে দিলীপ ঘোষ।

Dev Attacks Suvendu: শুভেন্দুর পোস্টের পরই পাল্টা আক্রমণে দেব

'আমার ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না', সোশাল মিডিয়ায় শুভেন্দুর পোস্টের পরই পাল্টা আক্রমণে দেব ।'তোমার কোলের ছেলে হিরণও পিন্টু মণ্ডলের থেকে টাকা নিয়েছেন', পিন্টু মণ্ডল আয়োজিত অনুষ্ঠানের হিরণের ছবি দেওয়া পোস্টার পোস্ট দেবের। শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, আর হিরণ তাঁকে কাউন্সিলরের পর্যায় নামিয়ে আনছেন,  বলেও কটাক্ষ দেবের।

Cyclone Remal Update: অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে উঠছে রেমাল

শক্তি বৃদ্ধি করবে রেমাল (Cyclone Remal update )। জানাল আলিপুর আবহাওয়া দফতর। ২৬ তারিখ বিকালে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলের কোনও একটি এলাকায় সম্ভাব্য ল্যান্ড ফল। সিভিয়ার সাইক্লোন হিসেবেই ল্যান্ড ফল।

Nandigram BJP Supporter Murder Case: হামলায় গুরুতর জখম সঞ্জয়কে নিয়ে আসা হয়েছে কলকাতায়

 


তমলুক লোকসভা কেন্দ্রে ভোটের ৩ দিন আগে নন্দীগ্রামে খুন বিজেপি নেতার মা। বিজেপি নেতার মা-কে পিটিয়ে-কুপিয়ে খুন। নিহত বিজেপি নেতার মায়ের নাম রথীবালা আড়ি। মৃতের ছেলে সঞ্জয় আড়ি সোনাচূড়ার বিজেপি এসসি মোর্চার অঞ্চল সম্পাদক। হামলায় গুরুতর জখম সঞ্জয়কে নিয়ে আসা হয়েছে কলকাতায়। 

Suvendu Adhikari: দেশের অন্য রাজ্যে ভোট হয়, কিন্তু বাংলার মতো হিংসা হয় না : শুভেন্দু অধিকারী

দেশের অন্য রাজ্যে ভোট হয়, কিন্তু বাংলার মতো হিংসা হয় না, কাঁথির সভায় বললেন শুভেন্দু অধিকারী।

Weather Update: আজ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সব জেলায় বৃষ্টির পূর্বাভাস

 


আজ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সব জেলায় বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। 

Bangladesh MP Murder Case: বাংলাদেশের সাংসদ খুনে গ্রেফতার ৩

কলকাতায় চিকিৎসা করাতে এসে খুন বাংলাদেশের সাংসদ। ৯ দিন ধরে নিখোঁজ ছিলেন আনোয়ার-উল-আজিম। উদ্ধার হয়েছে সাংসদের ব্যবহার করা গাড়ি। নিউটাউনের আবাসনে যে ফ্ল্যাটে ছিলেন, সেখানে মিলেছে রক্তের দাগ। এই ঘটনায় বাংলাদেশে ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Kolkata Metro : সাতসকালে মেট্রো-বিভ্রাট কলকাতায়

কাজের দিনে সাতসকালে মেট্রো-বিভ্রাট। ময়দান ও নেতাজি ভবন স্টেশনের মধ্যে মেট্রো চলাচল ধীরগতিতে। সকালে টানেল ও প্ল্যাটফর্মে অধিকাংশ এলাকায় আলোও জ্বলছিল না। কাজ করছিল না স্টেশনের ডিসপ্লে বোর্ড। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ ময়দান স্টেশনে বিদ্যুৎ বিপর্যয়ের জেরে এই সমস্যা। 

Nandigram BJP Supporter Murder Case: নন্দীগ্রামে দলীয় সমর্থক 'খুন'-র প্রতিবাদে বন‍্ধের ডাক BJP-র

তমলুক লোকসভা কেন্দ্রে ভোটের ৩ দিন আগে নন্দীগ্রামে খুন হলেন বিজেপির এক মহিলা সমর্থক। প্রতিবাদে নন্দীগ্রাম জুড়ে বন‍্ধের ডাক দিল বিজেপি। নিহত মহিলার নাম রথীবালা আড়ি। নিহত মহিলা বিজেপি সমর্থকের ছেলে-সহ ৭ জন ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর জখম। আশঙ্কাজনক অবস্থায় নিহত বিজেপি সমর্থকের ছেলেকে কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বিজেপির দাবি, বুথ পাহারার সময় গভীর রাতে তাঁদের কর্মী-সমর্থকদের উপর হামলা হয়। বিজেপির আরও অভিযোগ তাঁদের ওপর চড়াও হয় তৃণমূলের বাইক বাহিনী। কুপিয়ে, মাথায় রডের বাড়ি মেরে মহিলা বিজেপি সমর্থককে খুন করা হয় বলে অভিযোগ। নন্দীগ্রাম থানার আইসি-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি নেতৃত্ব।

Siliguri RKM Incident Update:  শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে তাণ্ডবে চাঞ্চল্যকর মোড়


 শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে তাণ্ডবে চাঞ্চল্যকর মোড়। মূল অভিযুক্ত অধরা। ৮ বছর প্রয়াগরাজে থাকা মহারাজের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় এফআইআর!
 

CPM Candidate Srijan Bhattacharya : কলকাতার পঞ্চসায়র থানা এলাকায় সিপিএম কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মার

ভোটের আগে কলকাতার পঞ্চসায়র থানা এলাকায় সিপিএম কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মার। মহিলা সিপিএম সমর্থককে হুমকি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । গতরাতে কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের ভগৎ সিং কলোনিতে চাঞ্চল্য। অভিযোগ, বাড়িতে চড়াও হয়ে সিপিএম কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মারে তৃণমূলের গুন্ডাবাহিনী। রাতে পঞ্চসায়র থানায় অভিযোগ দায়ের যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর। 

West Bengal Weather Update: ঘূর্ণিঝড় নিয়ে কী পূর্বাভাস হাওয়া অফিসের

চেন্নাই উপকূলের দক্ষিণ পশ্চিম দিকে, অন্ধ্র উপকূলের দক্ষিণ পূর্ব দিকে, অবস্থানগত ভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গতকাল বেলা আড়াইটে নাগাদ তৈরি হওয়া নিম্নচাপ প্রায় একই জায়গায় অবস্থান করে ক্রমশঃ জলীয় বাষ্প সংগ্রহ করছে এবং নিজের শক্তি বাড়াচ্ছে। আগামীকাল শুক্রবার ২৪ তারিখ সকাল ৮ টা নাগাদ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। শক্তি সংগ্রহ করতে করতে এরপর এটি উত্তর পূর্ব অর্থাৎ মায়ানমার সাগরের দিকে এগোতে থাকবে। পরেরদিন শনিবার ২৫ তারিখ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। ঘূর্ণিঝড় হওয়ার পর এটির ব্যাপ্তি বাড়বে।

Abhijit On EC: কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে অভিজিৎ

 ২৪ ঘণ্টা প্রচার বন্ধের নির্দেশ মেনেও কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে অভিজিৎ। কমিশনের মন্তব্যে মানহানির অভিযোগ।  

Bangladesh MP Murder Case: কলকাতায় চিকিৎসা করাতে এসে খুন বাংলাদেশের সাংসদ

কলকাতায় চিকিৎসা করাতে এসে খুন বাংলাদেশের সাংসদ। ৯ দিন ধরে নিখোঁজ ছিলেন আনোয়ার-উল-আজিম। উদ্ধার হয়েছে সাংসদের ব্যবহার করা গাড়ি। নিউটাউনের আবাসনে যে ফ্ল্যাটে ছিলেন, সেখানে মিলেছে রক্তের দাগ। এই ঘটনায় বাংলাদেশে ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Nandigram BJP Supporter Murder Case: ভোটের ৩ দিন আগে নন্দীগ্রামে মহিলা BJP সমর্থক 'খুন'

২৫ মে তমলুক লোকসভা কেন্দ্রে ভোট (Lok Sabha Election 2026)। তার ঠিক ৩ দিন আগে নন্দীগ্রামে মহিলা বিজেপি সমর্থক খুন (Nandigram BJP Supporter Murder Case)। মৃতের নাম রথীবালা আড়ি। বিজেপি সমর্থকের ছেলে-সহ ৭ জন ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। মৃতের ছেলেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিজেপির দাবি, গতকাল রাতে সোনাচূড়ার মনসাবাজার এলাকায় তাদের কর্মী, সমর্থকরা বুথ পাহারা দিচ্ছিলেন। অভিযোগ, সেইসময় ধারাল অস্ত্র নিয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। 

Suvendu Hiran On HC: পুলিশি অভিযানের বিরুদ্ধে হাইকোর্টে শুভেন্দু-হিরণ

কোলাঘাটের ভাড়া বাড়িতে পুলিশ। পুলিশি অভিযানের বিরুদ্ধে হাইকোর্টে শুভেন্দু-হিরণ । পাল্টা কটাক্ষ অভিষেকের।

HC Verdict of OBC Certificates Cancelling: ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ মমতার

নিয়োগ দুর্নীতির পরে ফের ধাক্কা রাজ্যের। তৃণমূল আমলের প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করল হাইকোর্ট। শুধু সংরক্ষণে পাওয়া চাকরি বহাল। ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ মমতার। 

প্রেক্ষাপট

কলকাতা: নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) পরে ফের ধাক্কা রাজ্যের। তৃণমূল আমলের প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করল হাইকোর্ট (Calcutta High Court Verdict of OBC Certificates Cancelling)। শুধু সংরক্ষণে পাওয়া চাকরি বহাল। ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ মমতার। প্রধানমন্ত্রীর হাতিয়ার হাইকোর্টের ওবিসি-রায়। কোলাঘাটের ভাড়া বাড়িতে পুলিশ, হাইকোর্টে শুভেন্দু-হিরণ (Suvendu Adhikari and Hiran Chatterjee)। পাল্টা কটাক্ষ অভিষেকের।শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে তাণ্ডবে নতুন মোড়। প্রয়াগরাজে মহারাজ, তাঁর নামেই FIR নিল পুলিশ। হতবাক রামকৃষ্ণ মিশন। কলকাতায় চিকিৎসা করাতে এসে বাংলাদেশের আওয়ামি লিগের সাংসদ খুন (Bangladesh MP Murder Case)।নিউটাউনের ফ্ল্যাটে রক্ত। দেহ কোথায়? রহস্যের মধ্যেই বাংলাদেশে ৩ জন গ্রেফতার। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


 

 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.