মনোজ বন্দ্যোপাধ্যায়, প্রদ্যোৎ সরকার, কলকাতা : ভোট শুরুর আগে রক্ত ঝরল কৃ্ষ্ণনগর লোকসভার ২ জায়গায়। তেহট্টের থানারপাড়ায় তৃণমূলের সঙ্গে ধস্তাধস্তিতে মাথা ফাটল ১ সিপিএম কর্মীর। নাকাশিপাড়ায়  তৃণমূলের সঙ্গে সিপিএমের হাতাহাতিতেও মাথা ফাটল সিপিএম কর্মীর। 

মাথা ফাটল সিপিএম কর্মীর


অন্যদিকে, নদিয়ার দু-দুটি জায়গায় মাথা ফাটে সিপিএম কর্মীদের। তেহট্টের থানারপাড়া থানা এলাকায়  তৃণমূলের
সঙ্গে ধস্তাধস্তিতে মাথা ফেটে যায় এক সিপিএম কর্মীর। অভিযোগ, নারায়ণপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৬ নম্বর বুথের সিপিএমের পোলিং এজেন্টকে বসতে বাধা দেয় তৃণমূল। এই নিয়ে দু’পক্ষের হাতাহাতি বেঁধে যায়। তার থেকেই অশান্তি ছড়ায়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছেছে থানারপাড়া থানার পুলিশ।

ভোট শুরুর আগে রক্ত ঝরল কৃ্ষ্ণনগর লোকসভার নাকাশিপাড়া আড়ারবেঘিয়া গ্রামেও। তৃণমূলের সঙ্গে সিপিএমের হাতাহাতি বেঁধে যায়। মাথা ফাটে সিপিএম কর্মীর। অভিযোগ, কালীগঞ্জ থানা এলাকার আড়ারবেঘিয়া গ্রামের ৩ নম্বর বুথের কাছে ক্যাম্পে বসতে বাধা দেওয়া হয় সিপিএম কর্মীদের। তাই নিয়েই অশান্তির সূত্রপাত। এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 


এছাড়া নদিয়াতেই চাপড়ার শোনপুকুর গ্রামে রাতভর তাণ্ডব চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।  ভোটারদের ভয় 
দেখানোর অভিযোগ তোলেন গ্রামবাসীরা। বুথে যেতে তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। সিপিএম এজেন্টকে মারধর করে বুথে বসতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। ভোটারদের বুথে পৌঁছে দেন কৃষ্ণনগরের সিপিএম প্রার্থী SM সাদি। অ্যাকশন টেকেন রিপোর্ট চায় কমিশন।  


আবার চাপড়ার বানিয়াখাড়ি প্রাথমিক বিদ্যালয় ৫৮ ও ৬০ নম্বর বুথে সিপিএম এজেন্টদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ
ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এজেন্টদের বুথে ঢোকান কৃষ্ণনগরের সিপিএম প্রার্থী SM সাদি। কেন্দ্রীয় বাহিনীর কাছে বহিরাগতদের নিয়ে নালিশও জানান তিনি। 

ধাক্কা বিজেপি বিধায়কের 


চতুর্থ দফায় সকাল সকাল শুরু অশান্তি।  দুর্গাপুরের ভিড়িঙ্গি গার্লস হাইস্কুলে ৮২ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বার দেওয়ার অভিযোগ ঘিরে তুলকালাম শুরু হয়ে যায় । দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুইকে ধাক্কা মারা হয় বলে ওঠে অভিযোগ।  তৃণমূলই এই কাজ করেছে বলে দাবি বিধায়কের।


বিজেপি বিধায়ককে দেখেই স্লোগান দিতে শুরু করে তৃণমূল। বিধায়ককে উদ্দেশ্য করে 'চোর বিজেপি দূর হঠো' স্লোগান দেন তৃণমূল কর্মীরা। তৃণমূলের বিদায়ী কাউন্সিলর রমাপ্রসাদ হালদারের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে অশান্তি পাকানোর অভিযোগ তোলেন বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন বিজেপি বিধায়ক, পাল্টা দাবি তৃণমূলের। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।