পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া:  'লিড দিলেই সেই এলাকায় কাজ বেশি হবে', দলীয় নেতাদের বার্তা বিজেপি প্রার্থীর (BJP Candidate)। এদিকে এই ঘটনায় সরব শাসকদল। 'এগুলি প্রলোভন দেখানো হচ্ছে। ভোটের সময় এই কমেন্ট করা যায় না। নির্বাচন কমিশনের (Election Commission) নজরে নিয়ে আসা হবে, প্রতিক্রিয়া প্রার্থী অরূপ চক্রবর্তীর।


'লিড দিলেই সেই এলাকায় কাজ বেশি হবে'


ব্য়ারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের পর এবার বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। লিডে দিতে পারলে তৃণমূল কর্মীদের পুরস্কার দেওয়ার ঘোষণার পর এবার লিড দিলে এলাকায় বেশি কাজের প্রতিশ্রুতি। সোমবার বিকেলে বাঁকুড়ার পুয়াবাগানে দলের কার্যকর্তাদের সঙ্গে বৈঠকে সুভাষ সরকার বলেন, যে এলাকায় বেশি লিড দেবে সেই এলাকার জন্য় বরাদ্দ বেশি হবে। ভাল কাজ করলে ইনসেনটিভ দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি। দলীয় কর্মিসভায় বিজেপি প্রার্থীর এই মন্তব্য়ে তৈরি হয়েছে বিতর্ক। ভোটের মুখে এই মন্তব্য় করে প্রলোভন দেখানো হচ্ছে অভিযোগ করে বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হবে বলে জানিয়েছে তৃণমূল। বিতর্কের মুখে নিজের বক্তব্য় নিয়ে সাফাই দিয়েছেন সুভাষ সরকার। 


আরও পড়ুন, কালনায় ভাগীরথীর পাড়ে বড় ফাটল, রাত বাড়তেই ঘুম উড়ল স্থানীয় বাসিন্দাদের


'যে অঞ্চল সবচেয়ে বেশি লিড দেবে বড় পুরস্কার আছে'


 তবে লিড দেওয়া নিয়ে বিতর্কের শেষ নেই। সম্প্রতি তৃণমূল বিধায়ক রফিকুর রহমান বলেন, এই চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের সমস্ত তৃণমূল কর্মী আগামী ২০ মে ব্য়ারাকপুরে লোকসভার নির্বাচন। মমতা বন্দ্য়োপাধ্য়ায় আমাদের প্রার্থী করে পাঠিয়েছেন পার্থ ভৌমিক মহাশয়কে। মমতা বন্দ্য়োপাধ্য়ায় আমাদের শেষ কথা। এর বাইরে তৃতীয় কোনও কথা হবে না। আমাদের এখন একমাত্র দায়িত্ব সবাই সংগঠিত হয়ে, এক হয়ে চণ্ডীগড়ের যে ক্য়ারেক্টার বিপুল ভোটে তৃণমূল কংগ্রসকে জেতানো। গত লোকসভা নির্বাচনে আমরা এই বুথ থেকে, এই অঞ্চল থেকে ৯ হাজারের বেশি ভোটে লিড পেয়েছিলাম। এবারে আমি আশা করব এই লিডটা অনেক অনেক বেড়ে যাবে। যদিও অর্জুনদা বলেছেন, অর্জুন ঘোষ বলছেন যে এখান থেকে ১৫ হাজার ভোট লিড হবে। এই ১৫ হাজার ভোটে যদি লিড হয় আমি পার্থ ভৌমিক মহাশয়কে বলব আপনাদের একটা গিফট আমরা দেব। ১৫ হাজারের মতো লিড হলে গিফট আমরা দেব। সেই গিফটটা আমার নেতা এবং প্রার্থী ঘোষণা করবেন।'  ব্য়ারাকপুর তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বলেন,' আমি রফিকুরদার কথায় কথা মিলিয়ে বলছি যে অঞ্চল সবচেয়ে বেশি লিড দেবে বড় পুরস্কার আছে ।'