কলকাতা: নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণে প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। দুর্নীতিতে জড়িতরা কেউ বাঁচবে না বলেও হুঙ্কার দিলেন তিনি। একইসঙ্গে যে টাকার পাহাড় উদ্ধার হয়েছে তা ভুক্তভোগীদের ফেরাতে আইনি পথ খোঁজা হচ্ছে বলেও জানান নরেন্দ্র মোদি।
নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদি: ভোটের আগের দিন ফের বাংলায় প্রচারে প্রধানমন্ত্রী। আজ একদিনে চারটি জনসভা করবেন নরেন্দ্র মোদি। প্রথমে ব্যারাকপুরের প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে ভাটপাড়ায় সভা করেন তিনি। এরপর হুগলির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে চুঁচুড়ায় সভা ছিল প্রধানমন্ত্রীর। তৃতীয় সভা পুরশুড়ায় আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগরের সমর্থনে। হাওড়ার সাঁকরাইলে উলুবেড়িয়া ও হাওড়া সদর লোকসভা কেন্দ্রের প্রার্থী অরুণউদয় পালচৌধুরী ও রথীন চক্রবর্তীর সমর্থনে এদিনের শেষ সভা নরেন্দ্র মোদির। এই ৫ কেন্দ্রেই পঞ্চম দফায় ২০ মে ভোট রয়েছে। মার্চ, এপ্রিল মে, গত আড়াই মাসে এই নিয়ে নবমবার রাজ্যে এলেন প্রধানমন্ত্রী।
বাংলায় এসে হুঙ্কার মোদির: তৃতীয় দফা ভোটের আগে, রাজ্য়ে প্রচারে এসে, SSC-র যোগ্য় চাকরিপ্রাপকদের পাশে থাকার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। আইনি সাহায্য়ের প্রতিশ্রুতিও দেন নরেন্দ্র মোদি। আর এবার টাকা ফেরতের কথাও শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে। এদিন তিনি বলেন, "তৃণমূল কতবড় ভ্রষ্ট দল, তার বড় প্রমাণ শিক্ষক নিয়োগ-দুর্নীতি। আপনারা তো জানেন, শিক্ষক নিয়োগ করতে তৃণমূল রেট কার্ড বানিয়েছিল। এই রেট কার্ড খোলা বাজারে বিক্রি করা হত। এখানে চাকরি নিলাম করা হত। OMR শিট জ্বালিয়ে দিয়েছে। নকল ইন্টারভিউ নিয়েছে। কোর্ট তো বলেছে, দুর্নীতির পিছনে সরকারি মেশিনারি আছে। বাংলার এই হাল বানিয়ে দিয়েছে তৃণমূল! মোদি, বাংলায় হওয়া এই লুঠের পাই পাই হিসেব নেবে। এই নোটের পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়ের মালিককে ছাড়া হবে না। আমি দুর্নীতির শিকার প্রতিটি বাংলাবাসীকে বলছি, কোনও ভ্রষ্টাচারী, কান খুলে শুনে নাও, মোদি বলছে, কোনও দুর্নীতিগ্রস্ত রেহাই পাবে না। যে কোটি কোটি টাকা পাওয়া গেছে। তা প্রতারিতদের কী করে ফেরত দেওয়া যায় তার আইনি রাস্তা খোঁজা হচ্ছে।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Narendra Modi Exclusive: বাংলায় ক্লিন স্যুইপ করবে BJP : নরেন্দ্র মোদি