সোমনাথ মিত্র, পাণ্ডুয়া: লোকসভা নির্বাচনের ফলাফলের আগের দিন রাজনৈতিক উত্তেজনার আঁচ এবার পড়ল বাংলার মিষ্টিতেও। সবুজ,গেরুয়া ও লাল রংয়ের মিষ্টির পাশাপাশি দলীয় প্রতীক দেওয়া সন্দেশ নিয়ে হাজির পাণ্ডুয়ার একটি মিষ্ঠান্ন প্রতিষ্ঠান। সোমবার সকাল থেকেই চলছে তার বিকিকিনি। এদিকে অন্যরকম মিষ্টি পেয়ে খুশি ক্রেতারাও। যদিও এই বিষয় নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে তৃণমূল বিজেপির মধ্যে।


দিল্লীর মসনদে কে বসবে তা জানতে আর মাত্র ২৪ ঘন্টা বাকি। ইতিমধ্যে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাতেই বিজেপি আবারও কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে তার ইঙ্গিত মিলেছে। পাশাপাশি ইন্ডিয়া জোটের পক্ষ থেকে বুথ ফেরত সমীক্ষাকে কটাক্ষ করে তারাই কেন্দ্রে ক্ষমতায় আসবে বলে দাবি করা হয়েছে। সময় যত এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনার পারদ তত বাড়ছে। আর এবার সেই উত্তেজনার আবেগকে ধরে রাখতে পাণ্ডুয়ার এডমিস্ট টার্নও প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছেন রকমারি মিষ্টি। সবুজ,কমলা ,হলুদ, লাল ও গেরুয়া রঙের রসগোল্লা নিয়ে হাজির প্রতিষ্ঠানটি। পাশাপাশি রয়েছে বিভিন্ন রং এর বোঁদে। আর সব থেকে বেশি যেটা নজর কাটছে তা হল তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও সিপিএমের প্রতীক সহ সন্দেশ। সকাল থেকেই ক্রেতারা ভিড় জমিয়েছেন অন্য স্বাদের মিষ্টি সংগ্রহ করতে। বাঙালির বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ভিন্ন স্বাদের মিষ্টান্নও এর আগে তৈরি করেছেন প্রতিষ্ঠানটি। এবারও লোকসভা ভোটের ফলাফলের আগের দিন বিভিন্ন রকমের মিষ্টি নিয়ে হাজির তারা। 


অসীম ভট্টাচার্য নামে এক প্রবীণ ক্রেতা বলেন, অন্যদিনের থেকে আজকে অনেক সিম্বলিক মিষ্টি দেখতে পেলাম। যা পাণ্ডুয়াতে নতুনত্ব। এই কেন্দ্র থেকে যে প্রার্থী জিতবে সেই দলের মিষ্টি বেশি বিক্রি হবে নিশ্চয়। 


অন্য আরেক ক্রেতা কুন্তল বন্দ্যোপাধ্যা জানান, আমি নিজেও আজকে এই মিষ্টি কিনলাম। ফলাফল বের হলে নিশ্চয় বেশি বিক্রি হবে। মিষ্টির গুণগত মান অবশ্যই ভালো। ।


ওই প্রতিষ্ঠানের মালিক বিশ্বজিৎ পাল বলেন, নির্বাচন একটা উৎসব।  অন্যান্য উৎসবে যেমন আমরা মিষ্টি বানাই, তাই এবারে ভোট উৎসবেও আমরা কিছু রাজনৈতিক মিষ্টান্ন বানিয়েছি। চারটি রাজনৈতিক দলের প্রায় দশ রকমের মিষ্টি বানানো হয়েছে। এক্সিট পোল অনুযায়ী রাজ্যের প্রধান দল ও বিরোধী রাজনৈতিক দলের মিষ্টি বেশী বিক্রি হচ্ছে এবং কিছু অর্ডারও এসেছে। ক্রেতাদের ক্রয় ক্ষমতা অনুযায়ী কম দাম থেকে বেশী দামের মিষ্টিও রাখা রয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Sandeshkhali BJP Leader: সন্দেশখালির বিজেপি নেতা অময় ভুঁইয়ার বাড়িতে পুলিশ, ফের তপ্ত এলাকা 


এপ্রসঙ্গে পাণ্ডুয়ার তৃণমূল নেতা সজ্ঞয় ঘোষ বলেন, মানুষ বেছে নিয়েছেন সবুজ মিষ্টি। যে যতোই বিভিন্ন রকমের মিষ্টি তৈরি করুক না কেন। কয়েক ঘন্টা পরে সবুজ মিষ্টির ঝড় উঠবে। গেরুয়া বা লাল মিষ্টি মানুষ পছন্দ করে না, পছন্দ করে সবুজ মিষ্টি।।


পাল্টা বিজেপি নেতা অমিতাভ ঘোষ বলেন, এক্সিট পোলে স্পষ্ট যে গেরুয়া ঝড় আসছে। আসলে নিজেদের মনোবল চাঙ্গা করতে তৃণমূল যা বলার বলছে। ফলাফলের পর মিষ্টির দোকানে খবর নিলেই দেখা যাবে গেরুয়া মিষ্টি ও পদ্ম ফূল দেওয়া সন্দেশ সবথেকে বেশি বিক্রি হচ্ছে। এতে কোন সন্দেহ নেই।