সৌমিক সাহা, লন্ডন: বাংলায় লেখা হয়েছে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম। বাংলার এই গর্বে গর্বিত বাঙালি তথা সমগ্র দেশ। গতকাল সকালে তা নিয়েই ট্যুইট করে নিজের খুশির কথা সকলের সঙ্গে ভাগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ট্যুইটে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, 'অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি লন্ডন টিউব রেল কর্তৃপক্ষ হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম লেখার জন্য বাংলা ভাষাকে বেছে নিয়েছে'। 






 


ইংরেজির পাশাপাশি বাংলায় লেখা হয়েছে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম। মঙ্গলবার, স্টেশন ঘুরে দেখেন টাওয়ার হ্যামলেটসের মেয়র ও লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার। রানির দেশে মেট্রো স্টেশনের নাম লেখা হয়েছে বাংলায়। আর তা নিয়ে উচ্ছ্বাস ধরা পড়েছে সকলের মধ্যেই।


 






বহুদিন ধরে এখানকার মেট্রো স্টেশনের নাম বাংলায় লেখার দাবি জানিয়ে আসছিলেন প্রবাসী বাঙালিরা। সেই ইচ্ছাই পূরণ হল। অনেককেই বাংলায় লেখা স্টেশনের নামের সঙ্গে ছবি ও সেলফি তুলছেন। সে ছবিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশাল সাইটে। হাজার বছর পুরনো বাংলা ভাষার বিশ্বব্যাপী যে গুরুত্ব বাড়ছে এটা গর্বের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণও। আর এটাকেই সংস্কৃতি এবং ঐতিহ্যের জয় বলে মনে করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীসহ রাজ্য়বাসীরাও।