আবির দত্ত, কলকাতা : সকাল সকাল কলকাতায় মারাত্মক দুর্ঘটনা। ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছিলেন বহু মানুষ। রেড রোডে চোখের সামনে ঘটল বড় দুর্ঘটনা। সোমবার, ভোরবেলা রেড রোডে একটি মাল বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনা ঘটে। অল্পের জন্য রক্ষা মূর্তির
মাল বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাতিস্তম্ভ ভেঙে, রেড রোডের পাঁচিলে ধাক্কা মারে। তারপর বি আর অম্বেডকরের মূর্তির সামনে চলে আসে, অল্পের জন্য রক্ষা পায় মূর্তিটি। লরির গেট কেটে আহত চালককে বের করে ময়দান থানার পুলিশ। তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি অবশ্য, গঙ্গাসাগার গামী একটি বাস সামনে এসে পড়ায় নিয়ন্ত্রণ হারায় লরিটি। বাসটিকে বাঁচাতে গিয়েই বাতিস্তম্ভে ধাক্কা মারে লরিটি। ঠিক আগের দিনই, এবার EM বাইপাসের বিল্ডিং মোড়ের কাছে ডিভাইডার ভেঙে রাস্তার উল্টো ফুটে চলে যায় গাড়ি। ইতিমধ্যেই এই ঘটনায় গাড়ির চালককে আটক করে পুলিশ। যদিও কেউ হতাহত হয়নি সেই ঘটনায়।
বাগনানে পথদুর্ঘটনায় মৃত্যু
গত ৬ জানুয়ারি, আলো ফোটার আগেই হাওড়ার বাগনানে পথদুর্ঘটনায় মৃত্যু হয় ২ জনের। গুরুতর জখম হয়েছেন ১ ব্যক্তি। বাগনানের বরুণদা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে ট্রেলার দাঁড় করিয়ে শৌচকর্মে গিয়েছিলেন চালক। দেউলটির দিক থেকে আসা একটি মুরগি বোঝাই গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছন দিকে ধাক্কা মারে। সকাল সোয়া ৬টা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কে কলকাতামুখী লেনের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। চিঁড়েচ্যাপ্টা হয়ে গাড়ির ভিতরেই মৃত্যু হয় চালক ও তাঁর সঙ্গীর। গাড়ির খালাসি ছিটকে গিয়ে রাস্তায় পড়েন। গুরুতর জখম অবস্থায় তিনি বাগনান হাসপাতালে ভর্তি।
গত ৩০ ডিসেম্বর, কলকাতায় ময়দানের কাছে ক্যাসুরিনা রোডে দুর্ঘটনা ঘটে । নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকা গাড়িকে সজোরে ধাক্কা মারে সরকারি বাস। সকাল ৯টা ১৫ মিনিট এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়সূত্রে খবর, হাওড়াগামী যাত্রী বোঝায় সেই গাড়ির সামনে আচমকা এসে পড়ে একটি তারাতলা থেকে ভিক্টোরিয়াগামী একটি বাস। এর জেরে গাড়িটিকে ধাক্কা মারে বাসটিকে। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই।