সঞ্চয়ন মিত্র,কলকাতা: কলকাতায় এ বার হাজারের গণ্ডি পার করল রান্নার গ্যাসের দাম (LPG Price Hike)। ৫০ টাকা বেড়ে প্রতি ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ১ হাজার ২৬ টাকা। ২০১৪-র পর ২০২২, আট বছর পর ফের হাজারের গণ্ডি পেরোল এলপিজি-র দাম। যদিও সেইসময় ভর্তুকির পরিমাণ বেশি (LPG Subsidy) হওয়ায় সাধারণ মানুষের ওপর চাপ কম পড়েছিল। এবারে ভর্তুকির পরিমাণ কম হওয়ায় চাপ অনেক বেশি বাড়ল (Cooking Gas Price)।


মূল্যবৃদ্ধিতে রেকর্ড LPG-র


অন্য দিকে, হোটেল-রেস্তোরাঁয় ব্যবহারের ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম অবশ্য এই দফায় সাড়ে ৯ টাকা কমে কলকাতায় ২ হাজার ৪৪৫ টাকা ৫০ পয়সা হয়েছে। হালে কিছু দিন জ্বালানির দর এক জায়গায় থমকে। এরই মধ্যে হাজার পার করল রান্নার গ্যাসের দাম। ফলে সব মিলিয়ে ফের আমজনতার পকেটে টান। বাণিজ্যিক রান্নার গ্য়াসের পাঁচ কেজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ৬৫৫ টাকা করা হয়েছে। 


আরও পড়ুন: Cossipore: কাশীপুরে নিহত অর্জুন চৌরাসিয়ার রাজনৈতিক পরিচয় নিয়ে চাপানউতোর! ।Bangla News


পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে এমনিতেই টানা হ্যাঁচড়া চলছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। সাধারণ মানুষের কাছ থেকে চড়া হারে শুল্ক আদায় করে কেন্দ্র রাজকোষ ভর্তি করছে বলে একদিকে অভিযোগ তুলছে রাজ্যগুলি। অন্য দিকে, জ্বালানির দামবৃদ্ধির দায় অবিজেপি রাজ্যগুলির উপরই চাপিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি শাসিত রাজ্যগুিল করছাড় দিলেও, বাংলা-সহ বিরোধীশাসিত রাজ্যগুলি মানুষের দুর্দশা মোচনের কোনও চেষ্টাই করছে না বলে অভিযোগ করেন তিনি।


জ্বালানির দাম নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন


তার পাল্টা সম্প্রতি মোদির তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, রাজ্য়ে আগেই লিটারে একটাকা ছাড় দিয়েছে। তার পরেও কেন্দ্রে লাগাতার দাম বাড়িয়ে চলেছে। তার উপর রাজ্যের পাওনা বকেয়াও বাকি রেখেছে। তা মিটিয়ে দিলে, তিনিও ছাড় দিতে পারেন। পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দামের উপর চডা় শুল্ক বসিয়ে কেন্দ্র কয়েক লক্ষ কোটি টাকা রোজকার করেছে বলেও অভিযোগ করেন মমতা। বিজেপি শাসিত রাজ্যগুলিকে প্রধানমন্ত্রী অনেক টাকা দেন, তাই তাদের পক্ষে ছাড় দেওয়া সম্ভব বলেও দাবি করেন তিনি।