উজ্জ্বল মুখোপাধ্য়ায়, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিক,কলকাতা: সাধারণ মানুষের ঘাড়ে বাড়ল আরও খরচের বোঝা। রান্নার গ্য়াসের দাম এক লাফে ৫০ টাকা বাড়াল মোদি সরকার। ৮২৯ টাকা থেকে বেড়ে, রান্নার গ্য়াসের একেকটা সিলিন্ডারের দাম হল ৮৭৯ টাকা। যা শুনে সাধারণ মানুষের মাথায় হাত! এহেন পরিস্থিতিতে এক্স হ্যান্ডেলে কটাক্ষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বললেন, 'বাহবা নন্দলাল। হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল।'
আরও পড়ুন, চাকরিহারাদের পাশে আইনি সাহায্য়ের আশ্বাস শুভেন্দুর, 'চাঁদা তুলে আইনজীবীর টাকা দেব আমরা..'
সাধারণ মানুষের ঘাড়ে বাড়ল আরও খরচের বোঝা। রান্নার গ্য়াসের দাম এক লাফে ৫০ টাকা বাড়াল মোদি সরকার। ৮২৯ টাকা থেকে বেড়ে, রান্নার গ্য়াসের একেকটা সিলিন্ডারের দাম হল ৮৭৯ টাকা। যা শুনে সাধারণ মানুষের মাথায় হাত! আর অর্থনীতিবিদরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তো হু হু করে কমেছে। তাহলে সাধারণ মানুষ তার সুবিধা পাচ্ছে না কেন? এ যেন গোদের ওপর বিষফোড়া!ব্ল্য়াক মনডে।একটা ধাক্কা সামলে ওঠার আগেই, সাধারণ মানুষের ঘাড়ে একের পর এক বোঝা।
শেয়ার বাজারে ভয়ঙ্কর ধসের জেরে ১ দিনে ১৩ লক্ষ কোটি টাকা উধাও। এর কয়েকদিন আগেই ১ এপ্রিল দাম বাড়ানো হয়েছে ৭৪৮টা ওষুধের। আর এবার রান্নার গ্য়াসের সিলিন্ডারের দাম বাড়াল মোদি সরকার। ৮২৯ থেকে সোজা ৮৭৯। এক লাফে ৫০ টাকা দাম বাড়ানো হল রান্নার গ্য়াসের সিলিন্ডারের। এই খবরে আর পাঁচ জনের মতোই মাথায় হাত পড়েছে পাটুলির বাসিন্দা শীলা ঘোষের। এভাবে বেড়ে চলা খরচের ধাক্কা কীভাবে সামলাবেন, বুঝে উঠতে পারছেন না।
পাটুলির বাসিন্দা শীলা ঘোষ বলেন, 'গতবছর ভোটের আগে কমেছিল। আবার বেড়ে গেল। এটার খরচ তো কমাতে পারব না।'গতবছর লোকসভা ভোটের ঠিক আগে পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু ২ টাকা করে কমে। রান্নার গ্য়াসের দামও কমানো হয় ১০০ টাকা। কিনতু, তারপর থেকে আর দাম কমেনি। অথচ, গত কয়েক সপ্তাহে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে কমেছে। উপসাগরীয় দেশ থেকে আমদানি করা অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু ৬৫ ডলারের নীচে নেমেছে।
ভারতীয় মুদ্রায় হিসেব করলে যেটা দাঁড়ায় প্রতি লিটারে প্রায় ৩৫ টাকা। কিন্তু তারপরও ভারতের বাজারে পেট্রোল এবং ডিজেলের দাম এখনও লিটার পিছু ১০০ টাকার উপরেই। কিন্তু, তার কোনও সুফল সাধারণ মানুষকে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। অর্থনীতিবিদ শৈবাল কর বলেন, ১ বছরে রান্নার গ্য়াসের দাম কখনও কমেনি। অপরিশোধিত তেলের দাম চার বছরে সর্বনিম্ন। সুবিধা মানুষ পাচ্ছে না। বাড়ার সময় তো বলা হয়।সাধারণ মানুষের আয় বাড়ছে না!কিন্তু খরচ দিন দিন বেড়েই চলেছে!এবার রান্নার গ্য়াসের সিলিন্ডারের দাম একধাক্কায় ৫০ টাকা বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার!এই প্রেক্ষাপটেই নরেন্দ্র মোদি যখন প্রধানমন্ত্রী হননি, তখন কংগ্রেস সরকারের আমলে রান্নার গ্য়াসের দাম বাড়লে, তিনি কী বলতেন তা মনে করিয়ে দিয়েছে কংগ্রেস!
নরেন্দ্র মোদি বলেন, 'ঘরে যে গ্য়াস সিলিন্ডার আছে, ওটাকে নমস্কার করে যাবেন। এরা (কংগ্রেস) যেভাবে গ্য়াসের দাম বাড়িয়েছে, তাতে গ্য়াস সিলিন্ডার ছিনিয়ে নিয়েছে।'সোশাল মিডিয়ায় নরেন্দ্র মোদির এই পুরনো বক্তব্য় পোস্ট করে কংগ্রেসের তরফে কটাক্ষের সুরে লেখা হয়েছে।সরকার গ্য়াস সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়েছে।নরেন্দ্র মোদি এর বিরোধিতা করে বলেছেন - সরকার সাধারণ মানুষের থেকে গ্য়াসের সিলিন্ডার ছিনিয়ে নিয়েছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী সোশাল মিডিয়ায় কটাক্ষ করে লিখেছেন, শেষ অবধি মোদিজি 'শুল্ক'-র কড়া জবাব দিলেন!পেট্রোল-ডিজেলের ওপর ট্য়াক্স আর সিলিন্ডারের দাম বাড়ালেন।মূল্য়বৃদ্ধিতে নাজেহাল জনতাকে সরকারি লুঠের আরও একটা উপহার দিলেন।