সঞ্চয়ন মিত্র, কলকাতা : মাসের শুরুতেই বড় ধাক্কা। পকেটে আর আগুন নয়, এবার দাবানলই বলা চলে! সাধারণ মানুষের ওপর আরও ভয়ঙ্কর বোঝা চাপানো হল...! ফের একবার, একলাফে ৫০ টাকা বাড়ানো হল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম!

  ভারতে ফের নতুন ইতিহাস গড়ল LPG’র দাম! তিন রাজ্যের বিধানসভা ভোট মিটতেই বাড়ল রান্নার গ্যাসের ( LPG ) দাম। ৫০ টাকা বেড়ে কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি LPG সিলিন্ডারের দাম হল ১১২৯ টাকা।


কত দাম বাড়ল রান্নার গ্যাসের


৭ মাস পর দাম বাড়ল রান্নার গ্যাসের ( Cooking Gas ) । একইসঙ্গে বেড়েছে হোটেল, রেস্তোরাঁয় ব্যবহারের বাণিজ্যিক সিলিন্ডারের দামও। ৩৫২ টাকা বেড়ে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ২ হাজার ২২১ টাকা ৫০ পয়সা। ফলে সব মিলিয়ে ফের আমজনতার পকেটে টান। এই বছরের শুরু থেকে দাম বেড়েছিল  বাণিজ্যিক রান্নার গ্যাসের। সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ে ২৪ টাকা করে। জানুয়ারি থেকেই ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছিল ১ হাজার ৮৬৯ টাকা ৫০ পয়সা। আবার তা বাড়ল।    


এর আগে কবে বেড়েছিল দাম


২০২২-এর ৬ জুলাই রান্নার গ্যাসের দাম বেড়েছিল। ২০২২-এর ৭ মে, ভারতে প্রথমবার হাজারের গণ্ডি পার করেছিল এলপিজি-র দাম। ২০২২ সালেই ৭ মাসের মধ্যে ৪ বার বাড়ানো হয় রান্নার গ্যাসের দাম!  ২০২০ সালের ডিসেম্বরে,  রান্নার গ্যাসের দাম ছিল ৭২০ টাকা ৫০ পয়সা। 


গ্যাসের দাম বাড়া নিয়ে বিজেপির প্রতিক্রিয়া 


গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল। নির্বাচনের সঙ্গে এর সম্পর্ক নেই। সারা দেশে অর্থনীতি গতিশীল, মানুষের হাতে টাকা আছে। কিন্তু তৃণমূল এখানে মানুষকে ভিখারি করে রেখেছে। LPG সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের ( Dilip Ghosh ) ।


একদিকে, পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাস-কেরোসিন, সব কিছুর দাম আকাশ ছুঁয়েছে। নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দামও আকাশ ছোঁয়া। এই অবস্থায়, কীভাবে সংসার চলবে, তাই বুঝে উঠতে পারছেন না সাধারণ মানুষ। 


আরও পড়ুন : 


 ৮৮৩ জন পড়ুয়ার জন্য শিক্ষিকা মাত্র ৭ জন! এই স্কুলে অঙ্ক করান ক্লার্ক



  • দিল্লিতে ঘরোয়া ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম এলপিজির দাম 1053 টাকা থেকে বেড়ে 1103 টাকা হয়েছে।

  • মুম্বইতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম এলপিজির দাম সিলিন্ডার প্রতি 1052.50 টাকা থেকে বেড়ে 1102.50 টাকা হয়েছে।

  • কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম এলপিজির দাম 1079 টাকা থেকে বেড়ে 1129 টাকা হয়েছে।

  • চেন্নাইতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম এলপিজির দাম 1068.50 টাকা থেকে বেড়ে 118.50 টাকা হয়েছে।


 বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম



  • দিল্লিতে বাণিজ্যিক এলপিজির দাম 1769 টাকা থেকে বেড়ে 2119.50 টাকা হয়েছে।

  • মুম্বইতে বাণিজ্যিক এলপিজির দাম সিলিন্ডার প্রতি 1721 টাকা থেকে বেড়ে 2071.50 টাকা হয়েছে।

  • কলকাতায় বাণিজ্যিক এলপিজির দাম 1869 টাকা থেকে বেড়ে 2219.50 টাকা হয়েছে।

  • চেন্নাইতে বাণিজ্যিক এলপিজির দাম 1917 টাকা থেকে বেড়ে 2267.50 টাকা হয়েছে৷