সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : ডাল-ভাত-সবজি ও ডিমের তরকারি। পাঁচ টাকায় পেট ভরে খাওয়ার সুযোগ। গতকাল থেকে তাঁর স্বপ্নের প্রকল্প ‘মা কিচেন’ উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দ্বিতীয় দিনেই দানা বাঁধল বিতর্ক।
১৫ ফেব্রুয়ারি থেকে কলকাতা-সহ রাজ্যের ২৭ টি জায়গায় মুখ্যমন্ত্রীর নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেছেন এবং কী কী খাবার দেওয়া হবে সেটাও তিনি উল্লেখ করেছেন।
একদিনের মধ্যেই পুরো রাজ্যে এই প্রকল্প ঘিরে ব্যাপক সাড়া পড়েছে। দ্বিতীয় দিন সারা রাজ্যের সঙ্গে হুগলী জেলাতেও কয়েকটি জায়গায় চলে এই "মা কিচেন"। সেখানে খাওয়া-দাওয়ার ব্যবস্থা হয়েছিল।
চন্দননগর কর্পোরেশন রবীন্দ্রভবনে জাহ্নবী নিবাসে এই প্রকল্পের আয়োজন বসেছিল মঙ্গলবার। সেখানে খাবার খেয়েছেন ৫০ জন। এই প্রকল্পের শুরু উপলক্ষ্যে দেওয়া হয়েছিল কুপন।
কিন্তু অভিযোগ, আধখানা ডিম বরাদ্দ হয়েছে খাওয়ার জন্য। বিরোধীদের কটাক্ষ, মানুষ অর্ধেক পেয়েছে আর বাকি অর্ধেক সরকার খেয়েছে।
যদিও চন্দননগর পৌরনিগমের কমিশনার স্বপন কুন্ডু জানান, 'একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। আগামিকাল থেকে সকলে নির্ধারিত পুরো ডিমই পাবেন।'
মাজের পিছিয়ে পড়া মানুষ ও দুঃস্থদের জন্য এই প্রকল্পটি চালু হয়েছে। যাঁরা এই মা ক্যান্টিনে আসছেন তাঁরা জানাচ্ছেন, এই সময়ে এত সস্তা দরে খাবার সত্যি অকল্পনীয়। তাঁরা বলেছেন, প্রত্যেকদিন এইভাবে খাবার দিলে তাঁদের মতো পিছিয়ে পড়া মানুষদের আর কোনও অসুবিধা থাকবে না।