কলকাতা: পুজোয় নতুন অ্যালবামে স্বমহিমায় হাজির কামারহাটির তৃণমূল বিধায়ক (TMC) মদন মিত্র (Madan Mitra)। গানের অ্যালবামে বিভিন্ন মুডে দেখে গেল তাঁকে। একেবারে নায়কসুলভ এন্ট্রি থেকে ধুতি-পাঞ্জাবি-উত্তরীয় পরে ধনুচি নাচ, কিছুই বাদ দিলেন না। দেবীবন্দনার গানে আগাগোড়া পরিচিত সেই হাসি ধরে রাখলেন। ট্রেডমার্ক হয়ে ওঠা সানগ্লাসও নামালেন না চোখ থেকে (Durga Puja 2022)।
গানের ভিডিওয় ধরা দিলেন মদন মিত্র
নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুজোর গানের ওই ভিডিওটি পোস্ট করেছেন মদন। তাতে গায়িকা চয়নিকার সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। মর্ত্যে মা দুর্গার আবির্ভাব নিয়েই গান বেঁধেছেন চয়নিকা। গানের কথা খানিকটা এমন, "সূর্য উঠেছে, বাংলা জেগেছে, আবারও মা এসেছে, তুমি যে করুণাময়ী, সকলের রক্ষাকালী, জগজ্জননী মা, দুর্গা মা, ধরণী আলো করে এলে তুমি মা..."। বাংলার দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/district/brother-of-mamata-banerjee-kartik-banerjee-slams-corporate-donation-in-big-durga-pujas-in-kolkata-924349" data-type="interlinkingkeywords">পুজোর ইউনোস্কের স্বীকৃতিপ্রাপ্তির কথাও রয়েছে গানে। আর গানের শেষে রয়েছে মদনের সেই বিখ্যাত উক্তি, 'ওহ লাভলি!'
ওই গানটি গাওয়ার পাশাপাশি, মদনের সঙ্গে ভিডিওতে আগাগোড়া দেখা গিয়েছে চয়নিকাকে। খোঁপায় জড়ানো ফুল, লাল বেনারসীতে অবনদ্য দেখিয়েছে তাঁকে। আর তাঁর পাশেই ঘিয়ে রংয়ের পাঞ্জাবি, ধুতি, এবং লাল উত্তরীয় গলায় দেখা গিয়েছে মদনকে। গলায় ছিল লাল উত্তরীয়।
ভিডিও দেখলে বোধ হয়, রাতের দিকে শ্যুটিং হয়েছে হয়ত। অথবা ধনুচি নাচ দেখিয়ে রাতের পুজোর পরিবেশই বোঝানো হয়েছে। তবে চোখ থেকে কালো রংয়ের সানগ্লাসটি একবারও নামাননি মদন, যা কি না ইদানীং কালে ট্রেডমার্ক হয়ে উঠেছে তাঁর।
ওই গানের ভিডিও-য় অভিনেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন মদন। পেশাদার না হলেও, ধনুচি নাচেও পা মিলিয়েছেন তিনি। তাঁকে এবং তাঁর টিমকে বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন গানটির নির্মাতারা। গানটি পোস্ট করে বিশেষ কিছু লেখেননি মদন। সংক্ষেপে শুধু 'মা এসেছে' লিখেই বাক্য শেষ করেন তিনি।
মদনকে অভিনন্দন জানিয়েছেন তাঁর অনুরাগীরা
তবে এমন রূপে মদনকে দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। ফেসবুকে বহু মানুষ তাঁর গানের ওই ভিডিওটিতে 'লাইক' দিয়েছেন। অনেকে আবার নিজের অ্যাকাউন্ট থেকে গানের ভিডিওটি রিপোস্ট করেছে। এখনও পর্যন্ত প্রায় সাড়ে ৮ হাজার মানুষ ওই ভিডিওটি দেখেছেন। তবে নয়া রূপে মদনকে দেখে মোটেই অবাক নন তাঁর অনুরাগীরা। কারণ মদন চিরকালই 'রঙিন ছেলে' তাঁদের কাছে। মদনেরই ভাষায় 'ওহ্ লাভলি' লিখে তাঁকে অভিনন্দনও জানিয়েছেন অনেকে।
এই নয়া ভূমিকায় অবতীর্ণ হওয়ার পিছনে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে যদিও কিছু জানাননি মদন। তবে তাঁর টলিউড-প্রীতি সম্পর্কে সকলেই কমবেশি অবগত। একসময় নিজেই জানিয়েছিলেন, রাজনীতিতে যখন আর প্রয়োজন থাকবে না তাঁর, সিনেমায় চলে যাবেন তিনি। টলিউড থেকে এমন অনেক প্রস্তাবও রয়েছে বলে জানিয়েছিলেন। সক্রিয় রাজনীতিতে ইদানীং কালে সে ভাবে গুরুত্ব পাচ্ছেন না মদন। নিজেও সে কথা স্বীকার করেছেন তিনি। তাহলে কি সত্যিই বিনোদন জগতের দিকে ঝুঁকছেন তিনি! উত্তর দেবে সময়ই।