কলকাতা : ভবানীপুরে দফায় দফায় প্রচার করেছেন বিধায়ক মদন মিত্র। কখনও গোলাপ হাতে, কখনও ঢাক বাজিয়ে, কখনও গানে-গানে প্রচার করেছেন মদন। আজ তাঁর এলাকাতেই প্রচার করে বিজেপি। সেই সঙ্গে আজ প্রচারে গিয়ে আক্রান্ত হন দিলীপ ঘোষ। তখন বাংলার গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির প্রাক্তন ও বর্তমান রাজ্যসভাপতি। বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচার করেন শুভেন্দু। সেখানে শুভেন্দু বলেন, "প্রথম দিন থেকেই বাধা দেওয়া হচ্ছে। প্রার্থী এবং প্রচারকরা যেভাবে আক্রান্ত হচ্ছেন তাতে প্রমাণিত তৃণমূল কংগ্রেস এবং তার মালিক ভয় পাচ্ছেন।'' সেই প্রসঙ্গে তীর্যক মন্তব্য করেন মদন। তিনি বলেন, ' চাকরি গেছে দিলীপের, এবার যাবে শুভেন্দুর। ' এদিন তৃণমূল বিধায়কের অফিস সংলগ্ন এলাকায় প্রচার করে বিজেপি। মদন মিত্রর কটাক্ষ, গণতন্ত্র আছে বলেই এখানে প্রচার করতে পারছে বিরোধীরা।'
ভবানীপুরের উপনির্বাচনের প্রচারের শেষ লগ্নে আজ ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। দিলীপ ঘোষকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হামলায় মাথা ফাটল বিজেপি কর্মীর। এদিন যদুবাবুর বাজারে প্রচারে যান দিলীপ ঘোষ। সেখানে গিয়ে টিকাকরণ পদ্ধতি খতিয়ে দেখতে একটি পুর স্বাস্থ্য কেন্দ্রে ঢোকেন বিজেপি সাংসদ। অভিযোগ, বিজেপি সাংসদকে নিগ্রহ করা হয়। দেওয়া হয় জয় বাংলা স্লোগান। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মীরা। এরপর ভাবনারায়ণ সিং নামে এক বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের পাল্টা অভিযোগ, দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীরা পিস্তল উঁচিয়ে হুঁশিয়ারি দেন।
এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেন বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার। (Sukanta Majumdar) বলেন, "ভবানীপুরের পরিস্থিতি ভয়াবহ। পশ্চিমবঙ্গে গণতন্ত্র আর অবশিষ্ট নেই। আগেও বলেছি, এখনও বলছি। আমরা যা দেখলাম, গণতন্ত্রের জন্য এই ঘটনা স্বাস্থ্যকর নয়। দিলীপ ঘোষ তারকা প্রচারক। তাঁকে লাথি মারা হচ্ছে, ধাক্কা দেওয়া হচ্ছে। তাঁর বয়সটাও তো ভেবে দেখা দরকার।"
এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'জনতার এই রোষ স্বতস্ফূর্ত। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি অনেক কু-কথা বলেছেন।'
অন্যদিকে আজ আইকোর চিটফান্ড মামলায় সিবিআইয়ের মুখোমুখি হন মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়ককে সোমবারই সিজিও কমপ্লেক্সে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মদন মিত্রর ছেলে স্বরূপ মিত্রকে সিবিআই দফতরে ডাকা হয়েছে আগামীকাল, মঙ্গলবার।