কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা :  তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কড়া 'ভাইরাল' বার্তা তাঁর জন্য নয়, এমনটাই মনে করেন মদন মিত্র (Madan Mitra)। পাশাপাশি কামারহাটির তৃণমূল বিধায়ক মনে করেন, 'আমি ভাইরাল নই।' পাশাপাশি চেনা মেজাজে তাঁর সংযোজন, 'মদন মিত্রের নামের পিছনে একটা সিকান্দার আছে। জেতানোর সিকান্দার। আমি মদন মিত্র আমি ভাইরাস। কারণ মদন মান্ত্রা কাজ করে। আর কেউ কেউ চাইছে বটে তবে তাদের বলে রাখি আমি শুভেন্দু অধিকারী নই। বিজেপি জানে এই জগতে সব পাওয়া যেতে পারে, শুধু নির্ভীক সোজাসাপ্টা মদন মিত্রের শিরদাঁড়া বাদে। ভিখিরি হতে রাজি আছি। তবে রাজার বেটা কেরাসিন তেলওয়ালা হব না। শুভেন্দু অধিকারী হব না।'


তৃণমূলের সাংগঠনিক বৈঠকে দলীয় শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর হুঁশিয়ারি প্রথমে সতর্ক করা হবে। তারপর শোকজ। না শুনলে সাসপেন্ডের পথে হাঁটবে দল। পাশাপাশি নাম না করে মদন মিত্রকে কড়া বার্তা দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, 'উল্টোপাল্টা বলে ভাইরাল হলাম। এসব দল সহ্য করবে না। এটাই শেষ সুযোগ। বেরিয়ে যেতে চাইলে যেতে পারেন।' যে প্রসঙ্গে জানতে চাওয়া হলে মদন মিত্র জানান, 'পার্থ দা তো আমাকে গতকালই বলব। তবে ঠিক কী ভুল করছি সেটাই বুঝতে পারছি না। সেটা জানালে শুধরে নিতে সুবিধা হয়।'


মদন মিত্র বলেছেন, 'কোনও নির্দলকে সমর্থন তো দূরে থাক। আমি কারোর জন্য প্রচারে গাড়িতেও ঘুরিনি। তবে অনেকে যারা নির্দল হিসেবে জিতেছেন, তাদের অনেকেই তৃণমূলের বিক্ষুব্ধ তারা পদ্ধতিমেনে দলে আবেদন করলে দল নিশ্চয়ই ভেবে দেখবে তাদের দলে নেওয়া প্রসঙ্গে, যেমনটা আজ জয়প্রকাশ মজুমদারকে নেওয়া হল।'



প্রসঙ্গত, মঙ্গলবার তৃণমূলের সাংগঠনিক বৈঠকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন জয়প্রকাশ মজুমদার।


আরও পড়ুন- 'আমি বিজেপি ছেড়ে আসিনি, দল আমায় বরখাস্ত করেছিল', তৃণমূলে যোগ দিয়ে বিস্ফোরক জয়প্রকাশ