সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা : ফের একবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। ৭২ পেরলে অবসরের কথা ভাবা উচিত বলে আগেই মন্তব্য করেন মদন। আবারও একই সুর তাঁর গলায়। এবার আনলেন ক্রীড়াবিদদের রেফারেন্স। 

মদনের মুখে সচিন, কোহলি
তাপস রায়ও  সম্প্রতি এই ধরনেরই ইঙ্গিত করে। এখন মদন মিত্র বললেন, গাওস্কর খেলা না ছাড়লে বিরাট কোহলির জন্ম হত না। সচিন তেণ্ডুলকর খেলা না ছাড়লে পরবর্তী প্রজন্ম তৈরি হত না। 


ক্ষমতা ধরে রাখা নিয়ে বিতর্কিত  এই মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে। দিনকয়েক আগে বেলঘরিয়ায় এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন ৯ বারের তৃণমূল বিধায়ক। সম্প্রতি দলে পদ আঁকড়ে থাকা নিয়ে একইরকম ইঙ্গিতবাহী মন্তব্য করেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। মদন মিত্রর মন্তব্য প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


সম্প্রতি একের পর এক দুর্নীতির অভিযোগে বিদ্ধ তৃণমূল। এই আবহে নতুন করে তৃণমূলকে ঢেলে সাজানোর কথা বলছেন নেতারা। সম্প্রতি "নতুন তৃণমূল'' লেখা ব্যানারও পড়েছে কালীঘাট থেকে জেলায় জেলায়। এরই মধ্যে মদনের মন্তব্যের রাজনৈতিক গুরুত্ব আছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। তাপস রায়ের সুরেই মদন বলেন, ‘ঢেলে সাজানো হচ্ছে তৃণমূলকে। একটা সময় তো বাহাত্তরকে যেতে হবে। ১৯৭২ চলে গিয়েছে, বয়সের ৭২ যাবে না?’ একটি ভাইরাল ভিডিওয় মদনকে এই কথা বলতে শোনা যায়। 


সম্প্রতি বরানগরের তৃণমূল বিধায়কের ( TMC MLA ) এক মন্তব্যে রাজনৈতিক মহল তোলপাড় হয়েছে।   তাপস রায় বলেন , ‘বয়সের একটা ঊর্ধ্বসীমা থাকা উচিত’   । তিনি আরও বলেন, ‘আমি নতুন প্রজন্মের কথা বলব, আর নিজে পদ আঁকড়ে থাকব হয় নাকি!’