ব্যারাকপুর : পঞ্চায়েত ভোটের আগে ফের একবার হুঁশিয়ারির সুর মদন মিত্রর (Madan Mitra) গলায়। অনুব্রত মণ্ডলের সুরে 'বাতাসা' সঙ্গে 'কাঁকর ছাড়া ঢেকি ছাঁটা চাল'-র মতো শব্দ উঠে এল তাঁর কথায়। ব্যারাকপুরের মোহনপুরের কর্মসূচি থেকে মদন মিত্র-র বার্তা, 'কাঁকর ছাড়া ঢেঁকি ছাঁটা পরিষ্কার সুগন্ধী চালের মতো ব্যালট পেপারে ভোট হবে।তৃণমূল নেতারা ৭ দিন ঘুরলে কোনও গ্রামে আর ঢেঁকি ছাঁটা বাকি থাকবে না।'
পাশাপাশি বিরোধীদের (Opposition) প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে তৃণমূল বিধায়ক (TMC MLA) মদনের বার্তা, 'অনেক খুঁজেও কোথাও কোনও বিরোধী পাচ্ছি না, আমাদের মনে হয় না, বুথে কোনও এজেন্ট থাকবে, যদি বিরোধী এজেন্ট কোথাও থাকে, তাহলে ফেরার সময় বাতাসা দেব, ভোট শেষে হাতে একটা করে বাতাসা দিয়ে দেব, বলব মহাপ্রসাদ'। আর মদন মিত্রর যে বক্তব্যের পরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
মদন মিত্রকে সরাসরি নিশানা করে বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha) বলেছেন, 'জেলখাটা দুর্নীতিগ্রস্থ এক আসামীর থেকে আর কী ভাষা আশা করা যায়। গুড়-বাতাসা খাওয়ানোর একজন জেলে পচছে, আর এ সবে বেরিয়েছে। আবার কবে যাবে ঠিক নেই। তাই এই ধরনের লোকের মুখে গণতন্ত্রের কথা শোনা যাবে বলে প্রত্যাশাই রাখি না। হিংসা ছড়ানোর চেষ্টা, ভয় দেখানোর চেষ্টাই যে এরা করবে, সেটাই স্বাভাবিক।'
একইরকমভাবে আক্রমণ শানিয়ে সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, 'মদন মিত্র মতো নেতাদের নেতৃত্বেই তো তৃণমূল নির্বাচন করেছে। যেখানে বুথে কোনও বিরোধী এজেন্টদের বসতে দেওয়া হবে না। ভোটরদের আগে থেকেই ভয় দেখানো হবে। যদি কেউ সাহস করে ভোট দেয়, তাহলে তাঁর ঘর জ্বালিয়ে দেওয়া হবে। এটাই তো তৃণমূলের স্ট্র্যাটেজি। মদনবাবু সেটা ব্যাখ্যা করতে গিয়ে সবার সামনে ভুল করে জানিয়ে ফেলছেন। মদনবাবুরা চাইছেন না নির্বিঘ্নে মানুষ ভোট দিক। তারা চাইছেন গুণ্ডামি করে ভোট লুঠ করতে।'
কয়েকমাস গেলেই রাজ্য়ে পঞ্চায়েত ভোট। কিন্তু, এখন থেকেই হুমকি-হুঁশিয়ারিতে রাজনীতির পারদ যেভাবে চড়তে শুরু করেছে, তাতে অনেকেই প্রশ্ন তুলছেন, এবারের পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবে তো? নাকি পাঁচ বছর আগের হিংসার পুনরাবৃত্তি হবে? সম্প্রতি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মুখে শোনা গেছিল শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোটের কথা। কিন্তু, তারপরও মদন মিত্র ফের বুঝিয়ে দিলেন, তিনি নিজের অবস্থানে অনড়। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে, রাজ্য়ে ত্রিস্তর পঞ্চায়েতের প্রায় ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমূল। এবার কী হবে? সেটা বোঝা যাবে কয়েকমাস পরই।
আরও পড়ুন- 'বিড়ি শ্রমিকের মাইনে কি ব্যাঙ্কে দেবে?' জাকির-ঘরে আয়কর হানা, তীব্র সমালোচনা মমতার