কৃষ্ণেন্দু অধিকারী ও সুকান্ত মুখোপাধ্য়ায়, কলকাতা: সামনেই পঞ্চায়েত ভোট হওয়ার কথা। তার আগে গ্রামীন এলাকায় একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে এমন একটি প্রকল্প নিয়ে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবাস যোজনায় বাড়ি তৈরি নিয়ে নানা অভিযোগ ওঠায় ক্রমাগত শাসক দল তৃণমূলকে নিশানা করছে বিরোধীরা। এই পরিস্থিতিতে দলের নেতাদের উদ্দেশেই কার্যত হুঁশিয়ারি শোনা গেল তৃণমূল বিধায়ক মদন মিত্রের মুখে।    
আবাস যোজনায় দুর্নীতির ভূরি ভূরি অভিযোগ সামনে আসায় ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। এনিয়ে মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই একই বিষয়ে হুঁশিয়ারি শোনা গিয়েছে মদন মিত্রর গলাতেও। তাঁর নিশানায় অবশ্য নিজের দলের নেতা-কর্মীরাই। কেন মদন এমন কথা বললেন? ঠিক কাদের নিশানায় করলেন তৃণমূলের দাপুটে এই নেতা?


কী বলেছেন মদন মিত্র?
এদিন তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, 'সব রিপোর্ট ক্যামাক স্টিটে আসছে। তাই সাবধান করে বলছি, যারা ভাবছেন জ্যাক গোঁজা আছে, ওসবে কিছু হবে না। শুভেন্দুর মতো অবস্থা হয়ে যাবে। ডেট লাইন থেকে অফলাইন হয়ে যাবেন। তবে এখন ক্রিসমাস চলছে, দুর্নীতি যারা পঞ্চায়েতে করছেন, তাঁরা কনফেস করুন। চিঠি দিন দলের কাছে। তাহলে  দল অন্য কিছু ভাবতে পারে।'


সম্প্রতি পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায় সভা করতে গিয়ে, গ্রাম পঞ্চায়েতে কাজ না করার অভিযোগ পেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই দুই পঞ্চায়েত প্রধানকে ইস্তফার নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সেই অভিষেকের দফতরের প্রসঙ্গ টেনে, দলের নেতাদের সতর্ক করে দিয়েছেন মদন মিত্র। তিনি আরও বলেন, 'আবাস যোজনায় প্রমান সহ কাগজ জমা পড়েছে দলের কাছে। দল সচেতন। তৃণমূল এখন ছ্যাবলামির পার্টি নয়। আবাস যোজনায় শাস্তি হবে, পার্থর শাস্তি হলে, এদের হবে না? অতএব সাধু সাবধান! দলের তরফ থেকে নির্দেশ এসেছে আমাদের কাছে যে, যা অভিযোগ আসছে তা জমা দিতে। তবে সেই অভিযোগে যেন জল মেশানো না থাকে।'


মদনের এই বক্তব্যের কড়া সমালোচনা করা হয়েছে রাজ্যের বিরোধী দলগুলোর তরফে। আসনে আবাস যোজনার দুর্নীতিতে তৃণমূলই মদত দিচ্ছে বলেও অভিযোগ বিরোধী দলগুলির।   


আরও পড়ুন: 'ফোনে আমন্ত্রণ পেয়েছি, অনুষ্ঠানে যাব', রাজ্যে আসছেন মোদি, খোঁজখবর মমতার