কলকাতা: চলতি মাসেই দেওয়া হবে মাধ্যমিকের অ্য়াডমিট কার্ড। বিজ্ঞপ্তি দিয়ে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ৩০ জানুয়ারি পর্ষদের ক্যাম্প অফিস থেকে দেওয়া হবে। একইসঙ্গে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শিক্ষকদের ছুটি সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে পর্ষদ।
১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ২২ ফেব্রুয়ারি। বিজ্ঞপ্তি জারি করে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, চলতি মাসের ৩০ তারিখ সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্ষদের ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। প্রতিটি স্কুলের প্রতিনিধিকে ওইদিন নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। অ্যাডমিট কার্ডে কোনও ভুল থাকলে সেই ভুল সংশোধনের জন্য লিখিত আকারে ৬ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে পর্ষদের আঞ্চলিক অফিসে।
চলতি বছর মাধ্যমিক পরীক্ষার আগে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ছুটি নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। যেখানে বলা হয়েছে,
১. কোনও শিক্ষক বা শিক্ষাকর্মীর সন্তান মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার ছুটি পাবেন। চাইল্ড কেয়ার লিভ বা CCL- এর আওতায় এই ছুটি মঞ্জুর করা হবে।
২. মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই সংক্রান্ত ছুটি নিতে চাইলে পরীক্ষার রুটিন, অ্যাডমিট কার্ড, স্কুলের আইডেন্টিটি কার্ডের মতো নথি দিয়ে ছুটির আবেদন করতে হবে।
৩. সংশ্লিষ্ট প্রামাণ্য পরীক্ষা শুরুর অন্তত ৩ সপ্তাহ আগে পেশ করতে হবে। যাতে শিক্ষক বা শিক্ষাকর্মীর অভাব পূরণে যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারে স্কুল।
৪. এই সংক্রান্ত ছুটি মঞ্জুর করার জন্য পর্ষদের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনার মাধ্যমেই ছুটি মঞ্জুহর করা যাবে।
৫. মাধ্যমিক পরীক্ষা পরিচালনার জন্য যদি অতিরিক্ত শিক্ষক বা শিক্ষাকর্মী প্রয়োজন হয় তবে সংশ্লিষ্ট স্কুলকে D.I-কে জানাতে হবে। যেসব স্কুলে মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র হয়নি এমন স্কুল থেকে শিক্ষক বা শিক্ষাকর্মীকে নিয়োগ করতে পারবেন D.I।
৬. যেসব শিক্ষক বা শিক্ষাকর্মী সন্তান পরীক্ষা দেবেন, তাঁরা ছুটি না নিয়ে যদি ওই সময় ডিউটি করেন তাহলে তাঁরা স্ট্রং রুমে প্রবেশ, প্রশ্নপত্র খোলা এবং পরিচালনা এবং পরীক্ষার হলে পরিদর্শন করতে পারবেন না।
একনজরে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি
- প্রথম ভাষা- ১০ ফেব্রুয়ারি
- দ্বিতীয় ভাষা- ১১ ফেব্রুয়ারি
- অঙ্ক- ১৫ ফেব্রুয়ারি
- ইতিহাস- ১৭ ফেব্রুয়ারি
- ভূগোল- ১৮ ফেব্রুয়ারি
- জীবন বিজ্ঞান- ১৯ ফেব্রুয়ারি
- ভৌত বিজ্ঞান- ২০ ফেব্রুয়ারি
- ঐচ্ছিক বিষয়- ২২ ফেব্রুয়ারি
আরও পড়ুন: NEET UG 2025: অনলাইনে নয়, কাগজ-পেনে ; NEET পরীক্ষার বদল নিয়ে বড় ঘোষণা NTA- র