নয়াদিল্লি: কাগজে-কলমে হবে NEET (UG)। পরীক্ষা নিয়ামক সংস্থা NTA জানিয়েছে ২০২৫ সালে খাতায় এবং কলমেই এই পরীক্ষা নেওয়া হবে। একদিনে একটা নির্দিষ্ট সময়ে ওএমআর শিটে পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা। ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC) গাইডলাইন অনুযায়ী এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। 


কোন পদ্ধতিতে নেওয়া হবে চলতি বছরের NEET? যা নিয়ে চলছিল জল্পনা। গত মাসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন ২০২৫ সালের স্নাতক স্তরের NEET কাগজ-পেন নাকি কম্পিউটার ভিত্তিতে নেওয়া হবে তা নিয়ে আলোচনা চলছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, "NEET সংক্রান্ত প্রশাসনিক স্তরের সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রক। ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে দুবার আলোচনা করা হয়েছে। পরীক্ষা পরিচালনার জন্য যে বিকল্পই সঠিক বলে মনে করা হোক না কেন, NTA তা বাস্তবায়িত করার জন্য প্রস্তুত রয়েছে।'' এরপর এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে NTA জানিয়েছে ২০২৫ সালে খাতায় এবং কলমেই স্নাতক স্তরে হবে NEET। উল্লেখ করা হয়েছে একদিনে একটা নির্দিষ্ট শিফটে এই পরীক্ষা হবে। 


 



NTA আরও ঘোষণা করেছে, BAMS, BUMS এবং BSMS কোর্স সহ স্নাতক কোর্সে ভর্তির জন্য একটি অভিন্ন NEET (UG) পরীক্ষা হবে। NTA জানিয়েছে, ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথি BHMS কোর্সে ভর্তির জন্য NEET (UG) দিতে হবে। মিলিটারি নার্সিং সার্ভিস থেকে যাঁরা আর্মড ফোর্স মেডিক্যাল সার্ভিসের হাসপাতালে যাঁরা বি এসসি নার্সিং পড়তে চান, তাঁদেরও NEET (UG) উত্তীর্ণ হতে হবে। চার বছরের এই কোর্সের জন্য NEET (UG)- র নম্বরের মূল্যায়ন হবে। 


পরীক্ষার রেজিস্ট্রেশনের দিন শীঘ্রই জানানো হবে। ৩ ঘণ্টা ২০ মিনিট হবে এই পরীক্ষা। সব মিলিয়ে থাকবে ২০০টি প্রশ্ন। তার মধ্যে ১৮০টি প্রশ্নের উত্তর দিতে হবে পড়ুয়ারা। ১৩ টি ভাষায় এই পরীক্ষা নেবে NTA। একাদশ এবং দ্বাদশের রসায়ন, পদার্থবিদ্যা এবং জীববিদ্যার উপর নেওয়া হবে পরীক্ষা। ইতিমধ্যেই NEET UG 2025-এর সিলেবাস সংশোধন করেছে NMC। বিস্তারিত সিলেবাস দেখা যাবে nmc.org এবং nta.ac.in ওয়েবসাইটে। 


আরও পড়ুন: National Medical College Fire: ন্যাশনাল মেডিক্যাল কলেজ আগুন আতঙ্ক, থামানো হল ওটি


 


Education Loan Information:

Calculate Education Loan EMI