সঞ্চয়ন মিত্র, কলকাতা : আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এবারের মাধ্য়মিক পরীক্ষা (Madhyamik Examination)। মোট পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। পর্ষদ ও পুলিশের প্রস্তুতি সম্পূর্ণ। সমতল থেকে পাহাড়- পরীক্ষার্থী ও অভিভাবকদের কথা ভেবে খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম (Control Room)।
পরীক্ষার্থীর সংখ্যা কম-
মাধ্যমিক। জীবনের প্রথম বড় পরীক্ষা। পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। মাধ্যমিক মানেই ১০ লক্ষ পরীক্ষার্থী। ফি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ে সেই সংখ্যা। কিন্তু এবারের মাধ্যমিকের তাৎপর্যপূর্ণ বিষয়, পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবার মাধ্যমিকে পরীক্ষার্থী কমেছে প্রায় ৪ লক্ষ। মোট পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮।
পরীক্ষা নির্বিঘ্ন করতে পর্ষদ ও পুলিশের পক্ষ থেকে সব রমক ব্যবস্থা করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম।
পর্ষদের হেল্পলাইন নম্বর হল হেল্পলাইন নম্বরগুলি হল- 03323213827, 03323592274। পর্ষদ সভাপতির অফিসের নম্বর হল- 03323213089। পর্ষদের সচিবের দফতরের নম্বর- 03323213816। প্রয়োজনে পর্ষদকে ই-মেলও করা যাবে। ই-মেল আইডি হল-examwbbse@gmail.com।
অন্যদিকে, জট কেটেছে পাহাড়ে। বঙ্গভঙ্গ প্রস্তাবের বিরোধিতায় হামরো পার্টি ও গোর্খা জনমুক্তি মোর্চার ডাকে বৃহস্পতিবার, ১২ ঘণ্টার পাহাড় বন্ধ হচ্ছে না। স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরীক্ষার্থীরা। দার্জিলিং শহরে হয়েছে ১০টি পরীক্ষা কেন্দ্র। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দার্জিলিং জেলা পুলিশের তরফে ২টি হেল্প লাইন চালু করা হচ্ছে। নম্বরগুলি হল, 03542252057 এবং 9147889078। কালিম্পং জেলা পুলিশের হেল্প লাইন নম্বর হল, 9147889088।
মাধ্যমিক পরীক্ষা শেষের পর আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা।
এদিকে রাজ্যে ১০ হাজার শিক্ষকের প্রয়োজন বলে ঘোষণা হয়েছে। আর, এদিকে ৪ লক্ষ কম ছাত্র-ছাত্রী এবার মাধ্যমিকে বসছে। এই অতিরিক্ত শিক্ষকের কী প্রয়োজন ? কী লাভ ? এটা অর্থের অপচয় হচ্ছে। একটি মামলার শুনানিতে সোমবার এই প্রশ্ন তোলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। আর বুধবার সিলেবাস বদলের বার্তা দেন বিচারপতি।
বৃহস্পতিবার শুরু হচ্ছে পড়ুয়াদের জীবনের প্রথম বড় পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, মোট পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। এবার মাধ্যমিকে পরীক্ষার্থী কমেছে প্রায় ৪ লক্ষ।
সেই প্রসঙ্গ তুলে এদিন হাতে নবম-দশমের সিলেবাস দেখিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের উদ্দেশে বিচারপতি বসু বলেন, নবম-দশম শ্রেণির সিলেবাস অনেক পুরোনো। অন্যান্য বোর্ডের সঙ্গে সাযুজ্য রেখে সিলেবাসে সংস্কার করুক রাজ্য। চলতি বছরে ৪ লক্ষ পরীক্ষার্থী কম বসছে মাধ্যমিক পরীক্ষায়। অন্য বোর্ডের থেকে কোনও অংশে কম নয় আমাদের মাধ্যমিক বোর্ডের পড়ুয়ারা। সিলেবাসে বদল আনার কথা ভাবুক রাজ্যের শিক্ষা দফতর।