কলকাতা : পিতৃপক্ষের (Pitru Paksha )অবসান। দেবীপক্ষের (Devi Paksha)সূচনা। আজ মহালয়া ( Mahalaya 2023 )। মহালয়া মানেই আকাশে-বাতাসে পুজো পুজো গন্ধ! মহালয়া মানেই তো পুজোর কাউন্টডাউন শুরু। মায়ের চক্ষুদান! পূর্বপুরুষের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন। 


পিতৃপক্ষ কী


ভাদ্র মাসের কৃষ্ণা প্রতিপদ থেকে শুরু করে পরবর্তী অমাবস্যা--এই সময়কে বলা হয় পিতৃপক্ষ ৷ পুরাণ মতে, ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষরা এই ১৫ দিন মনুষ্যলোকের অত্যন্ত কাছাকাছি চলে আসেন৷ তাই এই সময় কিছু অর্পণ করা হলে তা সহজে তাঁদের কাছে পৌঁছে যায়৷ গোটা পক্ষকাল ধরেই পিতৃপুরুষদের স্মরণ ও তর্পণ করা হয়৷ যার চূড়ান্ত প্রকাশ বা মহালগ্ন হল মহালয়া৷ মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশে জলদানই হল তর্পণ৷       


কোথায় কোথায় তর্পনে কী বন্দোবস্ত ?                   


মহালয়ার এই পুণ্যতিথিতে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণের জন্য এদিন গঙ্গার ঘাটে ঘাটে সকাল থেকে মানুষের ঢল৷ বিভিন্ন জায়গায় তর্পনের ভিড় মহালয়া উপলক্ষ্যে তর্পণকে কেন্দ্র করে । কলকাতার বাবুঘাট থেকে  হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট সব জায়গায় তর্পন করছেন সকলে। তাছাড়া হাওড়া শিবপুর ঘাট, তেলকল ঘাট, বাদামতলা ঘাট-সহ গঙ্গার বিভিন্ন ঘাটে ভোর থেকেই হাজার হাজার মানুষের ভিড় রয়েছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কুলিক নদীর ঘাটেও চলছে তর্পণ। মহালয়া উপলক্ষ্যে তর্পণের জন্য হাজার হাজার পুণ্যার্থী জড়ো হয়েছেন গঙ্গাসাগরে।                       


নিরাপত্তার কারণে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘাটে তৈরি হয়েছে অস্থায়ী ক্যাম্প। দড়িতে বেলুন, প্লাস্টিকের বল আটকে গঙ্গার একটি নির্দিষ্ট দূরত্বে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। পুলিশের তরফে মাইকে প্রচার করার পাশাপাশি, চলছে ড্রোন উড়িয়ে নজরদারি। স্পিড বোট এবং লঞ্চ থেকে নজর রাখছে জল-পুলিশ। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর, অ্যাম্বুল্যান্স ও মেডিক্যাল টিম।  


সব মিলিয়ে আকাশে বাতাসে আগমনীর সুর৷ সুরে, গন্ধে, বর্ণে কংক্রিটের এই শহরের বুকে অদ্ভুত এক আবেশ৷ হাতে আর তো কটা মাত্র দিন৷ মা আসছেন।  


 



আরও পড়ুন, এবার ঘোড়ায় আগমন দেবী দুর্গার, দেখে নিন বাঙালির প্রাণের উৎসবের নির্ঘণ্ট !

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন - https://t.me/abpanandaofficial