কলকাতা : নাকতলা উদয়ন সঙ্ঘ থেকে বড়িশা প্লেয়ার্স কর্নার। দিনকয়েক আগেই সেরে নিয়েছে খুঁটি পুজো। অর্থাৎ পুজোর প্রস্তুতি শুরু। রাজ্যের বিভিন্ন প্রান্তে পুজো কমিটিগুলি এবার নিজেদের মত করে রূপরেখা সেরে নিচ্ছে। কীভাবে হবে এবার দুর্গাপুজো। কী থাকবে থিম ? কীভাবে সাজিয়ে তোলা হবে মণ্ডপ থেকে আলোকসজ্জা-এসব নিয়ে নিজেদের মধ্যে আলোচনাপর্ব সেরে নেওয়া অনেকের এখন থেকেই শুরু হয়ে যায়। কারণ, খুঁটিপুজো মানেই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসবের ঘণ্টা বেজে যাওয়া। সে তো হল, কিন্তু জানেন কি এবারের দুর্গাপুজোর নির্ঘণ্ট ? কবে রয়েছে মহালয়া ?
এবার মহালয়া পড়েছে ১৪ অক্টোবর, ২৬ আশ্বিণ।
দুর্গাপুজো ২০২৩-এর নির্ঘণ্ট-
মহাষষ্ঠী- ২০ অক্টোবর (২ কার্ত্তিক), শুক্রবার
মহাসপ্তমী- ২১ অক্টোবর (৩ কার্ত্তিক), শনিবার
মহাষ্টমী - ২২ অক্টোবর (৪ কার্ত্তিক), রবিবার
(সন্ধিপুজো-
সন্ধে ৪:৫৪ গতে রাত্রি ৫:৪২ মধ্যে সন্ধিপুজো।
সন্ধে ৪:৫৪ গতে সন্ধিপুজো শুরু।
সন্ধে ৫:১৮-র মধ্যে সেরে নিতে হবে বলিদান।
রাত্রি ৫:৪২-এর মধ্যে সন্ধিপুজোর সমাপ্তি)
মহানবমী- ২৩ অক্টোবর (৫ কার্ত্তিক), সোমবার।
বিজয়া দশমী- ২৪ অক্টোবর (৬ কার্ত্তিক), মঙ্গলবার।
(তথ্যসূত্র- বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা)
দুর্গাপুজো-কথা-
বাঙালির প্রাণের উৎসব। সারা বছরই যার অপেক্ষা লেগে থাকে। দুর্গাপুজোর সময় যত এগিয়ে আসে, তত বাড়ে উন্মাদনা। এ ছবি বছর বছর ঘুরে ফিরে আসে। তারপর কয়েকটা দিন কার্যত আবেগে ভাসে বাঙালি। দূর দূরান্ত থেকে পুজোর টানে ঘরে ফিরে আসেন উৎসবপ্রেমী বাঙালি। এবারও তার অন্যথা হবে না বলাইবাহুল্য। খুঁটিপুজোর মধ্যে দিয়েই যার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এবার মা আসছেন ঘোটক অর্থাৎ ঘোড়ায়। যার ফল হবে- ছত্রভঙ্গ। অর্থাৎ শাস্ত্র বলছে, এর জেরে রাজনৈতিক, সামাজিক ও সামরিক অস্থিরতা বাড়বে। শুধু তা-ই নয়, মা দুর্গা ফিরবেনও ঘোটক বা ঘোড়াতে চড়েই।
মূলত, বাংলার আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত পালিত হয় দুর্গাপুজো। এই পাঁচটি দিন - ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং বিজয়া দশমী নামে পরিচিত। শুক্ল পক্ষ দেবীপক্ষ নামে পরিচিত। এই পক্ষের সূচনার অমাবস্যাটিকে মহালয়া বলা হয়। এই দিনে পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয়। ষষ্ঠীর দিন থেকে- প্রকৃত উৎসবের শুরু বলে ধরা হয়। কারণ এমনটা মনে করা হয় যে, এদিনই দেবী দুর্গা মর্তে এসেছিলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন