কলকাতা: ক্যাশ ফর কোয়েশ্চেনকাণ্ডে কাল হাজিরার আগে আজ লোকসভার এথিক্স কমিটিকে পাঠানো চিঠি প্রকাশ করলেন মহুয়া মৈত্র (Mahua Maitra)। এথিক্স কমিটি সমনের কথা সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করায় একই পথ বেছেছেন তিনিও। চিঠির প্রতিলিপি সোশাল মিডিয়ায় পোস্ট করে এমনই দাবি করলেন কৃষ্ণনগরের (Krishnanagar) তৃণমূল (TMC) সাংসদ। চিঠিতে এথিক্স কমিটির বিরুদ্ধে দ্বিচারিতা-সহ একাধিক অভিযোগ তুলেছেন মহুয়া মৈত্র। তৃণমূল সাংসদের চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংসদের কক্ষে দাঁড়িয়ে ঘৃণা ভাষণের জন্য বিজেপি সাংসদ রমেশ বিদুরিকে তলব করা হলেও তিনি রাজস্থানে ভোট প্রচারের কথা বলে হাজিরা দেননি।
তারপরেও তাঁকে সমন পাঠায়নি এথিক্স কমিটি। অথচ বিজয় দশমীর অনুষ্ঠানের জন্য সমনের তারিখ পিছিয়ে দেওয়ার জন্য মহুয়া অনুরোধ করলেও তা শোনা হয়নি। মহুয়ার দাবি, এথিক্স কমিটির রাজনৈতিক স্বার্থে এই দ্বিচারিতার কথাও রেকর্ডে রাখা হোক। এথিক্স কমিটিকে লেখা চিঠিতে মহুয়ার দাবি, জয় অনন্ত দেহাদ্রাই ও দর্শন হীরানন্দানিকে পাল্টা প্রশ্ন করতে চান তিনি। প্রশ্ন করতে দেওয়া হবে কি হবে না, তা যেন এথিক্স কমিটি লিখিতভাবে জানায়, চিঠিতে এও দাবি করেছেন তৃণমূল সাংসদ।
মহুয়া বিতর্কে অব্য়াহত রাজনৈতিক তরজাও: ক্যাশ ফর কোয়েশ্চেন বিতর্কে কাল এথিক্স কমিটিতে হাজিরা দেবেন মহুয়া মৈত্র। তার আগে বিজেপিকে তীব্র আক্রমণ করে হুঙ্কার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের। সরব ফোন হ্যাকের চেষ্টার অভিযোগেও। পাল্টা বিজেপির অভিযোগ, এসব বলে নজর ঘোরানোর চেষ্টা করছেন মহুয়া মৈত্র। এথিক্স কমিটির শাস্তির জন্য় তৈরি থাকুন, হুঁশিয়ারি গেরুয়া শিবিরের।
অন্যদিকে ক্যাশ ফর কোয়েশ্চন কাণ্ডে মহুয়া মৈত্রকে ফের নিশানা করেছেন দিলীপ ঘোষও। তাঁর কথায়, 'একটা অন্যায় ঢাকতে হাজারটা মিথ্যে বলছেন মহুয়া, কী নিয়েছেন, কী নেননি সেটা তদন্তেই প্রমাণিত হবে। অন্য়ায় যে করেছেন, সেটা উনিও মেনেছেন, যাঁরা সুযোগ নিয়েছেন তাঁরাও মেনেছেন। একজন সংসদের এই ধরনের অনৈতিক কাজ করা অত্যন্ত লজ্জার'।
স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ: উল্লেখ্য, গতকালই স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অ্যাপেলের পাঠানো মেসেজ ও ইমেলের স্ক্রিনশট সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি দাবি করেন, সরকারের পক্ষ থেকে ফোন ও ইমেল হ্যাকের চেষ্টা করা হচ্ছে। আদানি ও প্রধানমন্ত্রীর দফতরকে ট্যাগ করে মহুয়া সোশাল মিডিয়ায় লেখেন, আপনাদের ভয় দেখে আমার আপনাদের প্রতি করুণা হচ্ছে। আরও একটি পোস্ট করে তৃণমূল সাংসদ দাবি করেছে, শুধু তাঁর ফোনই নয়, শশী তারুর, অখিলেশ যাদব, সীতারাম ইয়েচুরি, পবন খেরা, প্রিয়ঙ্কা চতুর্বেদী এবং রাহুল গাঁধীর অফিসের কয়েকজনের ফোন হ্যাক করা হয়েছে। আক্রমণ শানিয়ে সোশাল মিডিয়া মহুয়া লিখেছেন, এটা ইমার্জেন্সির থেকেও খারাপ। লোকসভার স্পিকারকে চিঠি লিখে বিরোধী সাংসদদের রক্ষার আর্জি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের তলবের দাবি জানিয়েছেন মহুয়া মৈত্র।