কলকাতা: বাংলায় (West Bengal) মা কালীর (Maa Kali) আরাধনাতেও রাজনীতির (Politics) ছোঁয়া! ২৮ জুলাই বিজেপির (BJP) মুরলীধর সেন লেনের অফিসের সামনেই কালীপুজো, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফে। সম্প্রতি মা কালী নিয়ে মহুয়া মৈত্রের (Mahua Moitra) একটি মন্তব্য ঘিরে শুরু হয় জোরাল বিতর্ক। মহুয়া মৈত্রের কালী-মন্তব্যের প্রতিবাদে বিজেপির কালী পুজোর আয়োজন বলে জানা গিয়েছে।    


পার্টি অফিসের সামনেই কালী পুজো করবে বিজেপি। বাংলার কালীপুজো নিয়ে প্রধানমন্ত্রী খোঁজ নেওয়ার পরেই তৎপরতা বলে সূত্রের খবর। বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে এই কালী পুজোর আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে।    


আরও পড়ুন, ২১ জুলাই জামা-কাপড় বাইরে শুকোতে পারেন, ওই দিন সব চোর কলকাতায় আসছে: শুভেন্দু  


সম্প্রতি কালী বন্দনা শোনা যায় খোদ নরেন্দ্র মোদির গলায়। সূত্রের খবর সম্প্রতি সংসদে বাংলার কালী পুজো নিয়ে আগ্রহ প্রকাশ করে মোদি বলেন, বাংলায় মা কালীর পুজো ঠিকমতো হচ্ছে তো? এই ঘটনার একদিন পরই, চলতি মাসের ২৮ তারিখ, অমাবস্যায় বিজেপির রাজ্য সদর দফতর মুরলীধর সেন লেনে কালী পুজো করার ঘোষণা করল বিজেপি। যাকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ মনে করছে ওয়াকিবহাল মহল।  


মহুয়ার 'বিতর্কিত' মন্তব্য


কালী নামক তথ্যচিত্রের পোস্টার বিতর্ক প্রসঙ্গে সম্প্রতি একটি সর্বভারতীয় ইংরাজি সংবাদমাধ্যমে মহুয়া মৈত্র বলেন, ঈশ্বর নিয়ে নানা মানুষের নানা মত। আপনি ভুটান বা সিকিমে গেলে দেখবেন, ঈশ্বরকে সকালের পুজোয়, হুইস্কি দেওয়া হয়। উত্তরপ্রদেশে গিয়ে যদি বলেন, প্রসাদ হিসেবে হুইস্কি দেওয়া হচ্ছে, লোকে আঁতকে উঠবেন। আমার কাছে কালী মাংস, অ্যালকোহল খান এমন দেবী। তারাপীঠে গেলে দেখবেন সাধুরা ধূমপান করছেন। কালীর এই রূপকে মানুষ পুজো করেন। হিন্দু ধর্মে, নিজের মতো করে কালীকে কল্পনা করার স্বাধীনতা, আমার রয়েছে। এই স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারে না। ঠিক যেমনভাবে আপনি নিজের ঈশ্বরকে নিরামিষভোজী, সাদা কাপড় পরিয়ে আরাধনা করতে পারেন।


মহুয়ার এই মন্তব্যর পরই দেশজুড়ে শুরু হয়েছিল বিতর্ক।