বেঙ্গালুরু: চোটের জন্য ছিটকে গিয়েছিলেন দীর্ঘ দেড় মাস। ইংল্যান্ড সফরে যেতে পারেননি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে সিরিজেও খেলতে পারেননি। জার্মানিতে (Germany) চিকিৎসা করিয়ে এসে এবার পুরো ফিট কে এল রাহুল (K L Rahul)। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সফরের ভারতীয় দলে রয়েছেন তিনি। আর সেখানেই চলছে তাঁর চূড়ান্ত প্রস্ততি। সেখানে রিহ্যাব করছেন আবার কখনও নেটে ব্য়াট হাতে নেমেও পড়ছেন। সাধারণ এনসিএর অধীনে থাকা স্থানীয় বোলারদের বিরুদ্ধে প্রস্তুতি নিয়ে থাকেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে এবার এই দৃশ্য দেখে অনেকেই চমকে গিয়েছেন। 


এনসিএতে অভিনব অনুশীলন রাহুলের


এনসিএতে নেটে এদিন ব্যাট হাতে রাহুল নামলেন। কিন্তু তাঁর সামনে ছিলেন আন্তর্জাতিক মহিলা ক্রিকেটের বিশ্বকাপে সর্বাধিক উইকেটের মালিক ঝুলন গোস্বামী। হ্যাঁ, বাংলার এই দীর্ঘকায় মহিলা পেসারের বলে অনুশীলন সারছিলেন রাহুল। একটি সুন্দর কভার ড্রাইভও মারতে দেখা গেল তাঁকে। আর মুহূর্তের মধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ক্লিপিংস।


 






ভারতীয় দলের সহ-অধিনায়ক কে এল রাহুল গত মাসেই জার্মানিতে গিয়ে তাঁর সার্জারি করিয়েছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রাক্কালে তিনি ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন। এরপর ইংল্যান্ড সফরেও খেলতে পারেননি রাহুল। তবে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন রাহুল। যদি পুরোপুরি ফিট হয়ে ওঠেন, তাহলেও তাঁকেও ২৯ জুলাই থেকে শুরু এই সিরিজে খেলতে দেখা যাবে।


উল্লেখ্য়, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ান ডে সিরিজও জিতে নিয়েছে ভারতীয় দল। এবার রোহিত শর্মার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলতে নামবে তারা। যদিও আসন্ন সিরিজে খেলতে দেখা যাবে না বিরাট কোহলিকে। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।


আরও পড়ুন: ২০ মিনিট কথা বলার আর্জি, কোহলির ভুল শুধরে দিতে পারবেন, আশাবাদী গাওস্কর