সঞ্চয়ন মিত্র, কলকাতা : মকর সংক্রান্তিতে ( Makar Sankranti ) হাড় কাঁপানো ঠান্ডা। কুয়াশায় ঢাকল জেলা থেকে শহর। কিন্তু তারপরই বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর ( Weather Office ) । মাঘের শুরুতেই ভিজবে বঙ্গ। পুরুলিয়া সহ পশ্চিমের কিছু অংশে আজও শৈত্য প্রবাহের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। কিন্তু মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। আজ মকর সংক্রান্তির দিন পারদ সামান্য ঊর্ধ্বমুখী। কলকাতার তাপমাত্রা বেড়ে হয়েছে ১৪.১।


দক্ষিণবঙ্গে পৌষ সংক্রান্তিতে শীতের দাপট একটু কমল বটে। সামান্য বাড়লো তাপমাত্রা। তবে শীতের স্পেল আরো ২৪ থেকে ৪৮ ঘন্টা থাকবে। পশ্চিমের পুরুলিয়া জেলায় আজো শৈত্য প্রবাহের সতর্কবার্তা রয়েছে । ঘন কুয়াশার সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। দৃশ্যমানতা কোথাও কোথাও ২০০ মিটারের নিচে নেমে গেছে। বাকি জেলায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। আগামী দু-দিনে একই রকম তাপমাত্রা থাকবে। 


কলকাতায় শীতের স্পেল আরো ২৪ থেকে ৪৮ ঘন্টা চলবে। তবে তাপমাত্রা ক্রমশ বাড়বে। মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন। বুধ ও বৃহস্পতিবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। 


মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন। মেঘলা আকাশে বাড়বে তাপমাত্রা। ২-৩ দিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বুধবার ও বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদীয়া জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে।


সারা দেশে আবহাওয়ার হাল হকিকত


পাঞ্জাবের লুধিয়ানাতে তাপমাত্রা নেমে গেছে ২.৫ ডিগ্রি সেলসিয়াস। ৩ থেকে ৭ ডিগ্রির মধ্যে রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় সহ উত্তর প্রদেশের কিছু অংশে। ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে রাজস্থানের কিছু অংশ, মধ্যপ্রদেশ বিহার ও ঝাড়খণ্ডে। উত্তর-পশ্চিম ভারত ও পূর্ব ভারতের কিছু অংশে এক থেকে চার ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা থাকতে পারে বলে আবহবিদদের পূর্বাভাস। 


আরও পড়ুন :


জ্যোতিষ থেকে পুরাণ, মকর সংক্রান্তির গুরুত্ব অসীম, কী করলে মিলবে ১০০ অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্য