জ্যোতিষশাস্ত্র অনুসারে, মকর সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে প্রবেশ করে এই তিথি উত্তরায়ণ সংক্রান্তি নামেও পরিচিত। আর পুরাণ বলে, এ দিন অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠার দিন। মকর সংক্রান্তিতেই দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ শেষ হয়েছিল বলে বিশ্বাস। তবে বাঙালির কাছে মকর সংক্রান্তি মানেই পুলি পিঠে, পাটিসাপটা। ২০২৪ সালের ১৫ জানুয়ারি মকর সংক্রান্তি পালিত হবে।
সাধারণত পৌষ মাসের শেষ দিনটিতে পালন হয় মকর সংক্রান্তি। প্রতি বছর ১৪ বা ১৫ জানুয়ারি মকর সংক্রান্তি পড়ে। রবির এই মকর রাশিতে প্রবেশকাল শুভ মুহূর্ত বলে মনে করা হয়। মকর সংক্রান্তির শুভ লগ্নেই গঙ্গাস্নান বিশেষ শুভ বলে মনে করা হয়। গঙ্গা কাছাকাছি না থাকলে অন্য প্রবহমান নদীর জলেও স্নান করা যায়। এদিন দানে করাও সৌভাগ্য নিয়ে আসে বলে মনে করা হয়। পুরাণ মতে, সগর রাজার ৬০ হাজার সন্তানকে জীবন ফিরিয়ে দিতে ভগীরথ মর্ত্যলোকে গঙ্গাকে নিয়ে এসেছিলেন৷ তাই মকর সংক্রান্তিতে গঙ্গা এবং সাগরের সঙ্গমে স্নান করলে অসীম পুণ্যের কথা বর্ণিত হয়েছে পুরাণে। বিশ্বাস করা হয়, যে এই তিথিতে গঙ্গাস্নান করলে ১০০টি অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্য লাভ হয়। তাই এদিন গঙ্গাসাগরে এত মানুষ সমবেত হন। আরও একটি বিষয় মকর সংক্রান্তিকে ঘিরে উঠে আসে। মহাভারতে নিজের দেহ ত্যাগ করার জন্য মকর সংক্রান্তি তিথিকেই নির্বাচন করেছিলেন পিতামহ ভীষ্ম।
আবার রাঢ় বাংলার লোকাচারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মকর সংক্রান্তির টুসু উৎসব। কেউ বলেন, টুসু লক্ষ্মীরই আরেক রূপ। পৌষ মাসজুড়ে ঘরের মেয়ে টুসুকে গানে গানে আরাধনার পর, বিদায় দেওয়া হয় মকর সংক্রান্তিতে। টুসু পরব মানেই নতুন জামা, গানবাজনা, পিঠেপুলির আয়োজন। পৌষ সংক্রান্তির আগের রাতে হয় টুসুর জাগরণ। সকাল থেকে শুরু হয় টুসু বিসর্জনের পালা।
এদিন থেকে আনুষ্ঠানিক ভাবে ভারতে ফসল কাটার ঋতুর সূচনা হয়। আর সে-কথা মাথায় রেখেই মকর সংক্রান্তি উৎসব উদযাপন করা হয়। এই দিনে, সূর্য মকর রাশিতে প্রবেশ করে। ভারতে এই উৎসবের আলাদা আলাদা নাম। বাংলায় এই উৎসবকে বলা হয় পৌষ সংক্রান্তি। ওড়িশায় টুসু। আর তামিলনাড়ুতে পোঙ্গল। বাংলায় যখন রান্নাঘর থেকে বের হয় নলেন গুড়ের পায়েস আর মালপোয়ার সুঘ্রাণ, তখন আখ ও তিলের মিষ্টির স্বাদে মাতেন তামিল পরিবারগুলি। আবার নেপালে এই উৎসবের নামই মাঘি।
সবমিলিয়ে মকর সংক্রান্তি মানেই নানা শুভর সমাবেশ। জ্যোতিষশাস্ত্রের দিক থেকেই হোক বা পুরাণ কিংবা লোককথা, সবদিক থেকেই মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে।
আরও পড়ুন :