বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যেই 'বিয়ের আসর'? বিভাগীয় প্রধানকে সিঁদুর পরালেন প্রথম বর্ষের ছাত্র! ছবি, ভিডিও ভাইরাল হতেই শোরগোল। বিতর্কের মুখে 'পাত্রী' বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠাল কর্তৃপক্ষ। প্রজেক্টের অংশ হিসেবে বিয়ের আসর, দাবি অধ্যাপিকার, এমনটাই জানিয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য। হরিণঘাটার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে 'বিয়ে'-র ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিয়ে নয়, ফ্রেশার্স পার্টিতে নাটকের অংশ বলে দাবি পায়েল বন্দ্যোপাধ্যায়ের। তিনি হরিণঘাটা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড সাইকোলজির বিভাগীয় প্রধান। এই ঘটনায় অন্তর্বর্তী বিভাগীয় তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ম্যাকাউট, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি- এর অন্তবর্তী উপাচার্য তাপস চক্রবর্তী জানিয়েছেন, অধ্যাপিকার দাবি, এটা 'সাইকো ড্রামা'- র একটা অংশ। সকলের সামনে ক্লাসরুমের মধ্যেই সবটা করা হয়েছে ডেমনস্ট্রেশন হিসেবে। শিক্ষিকাই অনুমতি দিয়েছেন ভিডিও রেকর্ডিংয়ের। যাতে একটা রেকর্ড। যেহেতু পুরো বিষয়টা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে, তাই অধ্যাপিকাকে কয়েকদিনের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। তদন্তকারী কমিটির মহিলা সদস্য এবং বাকিরা আশ্বাস দিয়েছেন যে গোটা ঘটনার তদন্ত করে রিপোর্ট জমা দেবেন।
কী আছে ভাইরাল ভিডিওয় ?
পাত্রী অ্যাপ্লায়েড সাইকোলজির বিভাগীয় প্রধান। পাত্র তাঁরই ছাত্র। প্রথম বর্ষের পড়ুয়া। নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির এই ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল পড়ে গেছে। সামনে এসেছে বিশ্ববিদ্যালয়ের প্যাডের ছবি। যেখানে একে অপরকে স্বামী স্ত্রী হিসেবে গ্রহণের অঙ্গীকার করেছেন বিভাগীয় প্রধান ও প্রথম বর্ষের ছাত্র। সাক্ষী হিসেবে তিনজনের সইও রয়েছে তাতে। এই ভাইরাল ভিডিও সামনে আসতেই বিতর্কের ঝড় উঠেছে।
হরিণঘাটার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমেই 'বিয়ে'। বিয়ে নয়, ফ্রেশার্স পার্টিতে নাটকের অংশ বলে দাবি অধ্যাপিকার। ম্যাকাউটের অ্যাপ্লায়েড সাইকোলজির বিভাগীয় প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, এভাবে একটা গোটা অনুষ্ঠানের কিছুটা অংশের ভিডিও যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হতে পারে তা তাঁর ধারণাতেও ছিল না। আইনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন অধ্যাপিকা। জানিয়েছেন ইতিমধ্যেই নিজের আইনজীবীর সঙ্গেও কথা বলেছেন তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেহেতু গোটা ঘটনার তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে, তাই তাদেরও ধন্যবাদ জানিয়েছেন অধ্যাপিকা।
আরও পড়ুন- ম্যাকাউটে ক্লাসরুমে বিয়ে, এবিপি আনন্দে মুখ খুললেন অধ্যাপিকা
আরও পড়ুন- জেলায় জেলায় ট্যাবের টাকা উধাও, অবশেষে জালে মাস্টারমাইন্ড