প্রকাশ সিনহা, কলকাতা: কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling Case) ফের দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা এড়ালেন মলয় ঘটক। ইডি সূত্রে খবর, চিঠি পাঠিয়ে মন্ত্রী জানিয়েছেন, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়ে গেছে। তাই ব্যস্ততার জন্য যেতে পারছেন না। বিষয়টি আদালতে জানানো হবে এবং পরবর্তীকালে মলয় ঘটককে কয়লা পাচার মামলায় ফের তলব করা হবে বলে ইডি সূত্রে খবর।


হাজিরা এড়ালেন মলয় ঘটক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার মলয় ঘটক।পঞ্চায়েত ভোটের ব্য়স্ততার কথা বলে কয়লা পাচারকাণ্ডে ফের দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা এড়ালেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী।এমনিতেই নিয়োগ-দুর্নীতি কাঁটায় বিদ্ধ হয়ে ইতিমধ্যেই জেলবন্দি তৃণমূলের ৩ বিধায়ক, পার্থ চট্টোপাধ্য়ায়, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা। গরুপাচারকাণ্ডে তিহাড়ে রয়েছেন অনুব্রত মণ্ডল ও তাঁর কন্য়া সুকন্য়া।এবার কয়লাপাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য খনি এলাকা আসানসোলের তৃণমূল বিধায়ক মলয় ঘটককে বুধবার তলব করেছিল ED।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, চিঠি পাঠিয়ে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী জানিয়েছেন, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়ে গেছে, তাই ব্যস্ততার জন্য যেতে পারছেন না। এর আগেও কয়লা পাচার মামলায় একাধিকবার মলয় ঘটককে তলব করা হয়েছিল। ED সূত্রে খবর, শারীরিক অসুস্থতার কথা বলে, দিল্লিতে হাজিরা দিতে চাননি তিনি। এমনকী দিল্লিতে ED-র তলবের বিরোধিতা করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী।  সেই মামলায়, দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, দিল্লিতে ED-র দফতরেই মলয় ঘটককে হাজিরা দিতে হবে। তবে, নোটিস পাঠানোর পর, ১৫ দিন সময় দিতে হবে তাঁকে।

সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশের পর, মলয় ঘটককে দু'বার মেল করা হয়েছিল। কিন্তু, তিনি কোনও উত্তর দেননি। এরপর, তৃতীয় মেল করা হয়। তখন মলয় ঘটক বলেন, জুন মাসের তৃতীয় সপ্তাহে তিনি সময় দিতে পারবেন। সেই মতো, মলয় ঘটককে ২১ জুন, বুধবার তলব করা হয় বলে ED-সূত্রে দাবি। ইডি সূত্রে দাবি, কয়লা পাচারকাণ্ডে একাধিক তথ্য প্রমাণ সামনে রেখে তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করতে চান ED আধিকারিকরা। কিন্তু পঞ্চায়েত ভোটের কথা বলে মলয় ঘটক ফের হাজিরা এড়ানোয় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতের দ্বারস্থ হতে চলেছে বলে সূত্রের খবর। এর আগে, গত বছর মলয় ঘটকের ছ’টি ঠিকানায় অভিযান চালায় CBI। জিজ্ঞাসাবাদ করা হয় মন্ত্রীকেও। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের আগেই ফের একবার মলয় ঘটককে তলব করতে চলেছে ED।


আরও পড়ুন: Homemade Candle: রং-সুগন্ধের সমাহার, ঘরেই চটজলদি তৈরি মোমবাতি