রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : মালবাজারে ভয়াবহ বিপর্যয়ের দায় কার? এই বিতর্ক আরও উস্কে দিল অল বেঙ্গল সিভিল ডিফেন্স অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষের একটি দাবি। এই নিয়ে শাসকদলকে নিশানা করতে ছাড়েনি বিরোধীরা। এরইমধ্যে, উত্তরবঙ্গে নতুন ঘরে ঘনাচ্ছে দুর্যোগের মেঘ। আগামী-২-৩ দিন রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা।


মাত্র আটজন ভলান্টিয়ার কেন 
উৎসবের আনন্দে অন্ধকার নামিয়ে এনেছে হড়পা বান! বিসর্জনের বিষাদ আরও গভীর করে তুলেছে ৮ জনের মৃত্যু।
কিন্তু এই বিপর্যয়ের দায় কার? মালবাজারে ভয়ঙ্কর দুর্ঘটনার পরে, পদে পদে আঙুল উঠছে প্রশাসনিক ব্যবস্থার দিকে।
বিতর্ক আরও উস্কে দিয়েছে অল বেঙ্গল সিভিল ডিফেন্স অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষের একটি দাবি। অল ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি,  সফি আজিজ জানালেন, ' জলপাইগুড়ি জেলায় ৮০০ জন ভলেন্টিয়ার আছে , এখানে ডেপুট  হয়েছিল মাত্র আটজন, এই ভয়াবহ বিপদের মোকাবিলা কীভাবে করবেন তাঁরা ? আর কোনও পরিকাঠামো এখানে ছিল না, আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি নবান্নে রিপোর্ট দেব। 


উদ্ধারকারী এক ব্যক্তি সুধীর মুন্ডা জানান, ' আমরা অনেককে উদ্ধার করি, পুলিশের সামনে মানুষ ভেসে যাচ্ছিল' 


পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি? 
মালবাজারে বিপর্যয়ের পর, নানা মহলে প্রশ্ন ওঠে, বিসর্জনের সময় কেন মাত্র ৮ জন সিভিল ডিফেন্সের কর্মী-কে সেখানে মোতায়েন করা হয়েছিল? যেখানে এত মানুষের ভিড় হয়, সেখানে কেন আগে থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি? 
সত্যিই কি ৮ জনের পক্ষে এত মানুষের ভিড় সামলানো সম্ভব ছিল? 


এদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২ থেকে ৩ দিন, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। তাই তিস্তা এবং জলঢাকা অববাহিকায় জারি হয়েছে হলুদ সঙ্কেত। শনিবারও মাল নদীতে ফের হড়পা বান আসে...তবে ক্ষয়ক্ষতি হয়নি। এই প্রেক্ষাপটেই ছটপুজোর আগে এদিন মাল নদীর পরিস্থিতি, খতিয়ে দেখেন জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি। জলপাইগুড়ি জেলার বাসিন্দাদের এখন একটাই দাবি, মালবাজারের বিপর্যয়ের ঘটনার যথাযথ তদন্ত এবং যারা এই ঘটনার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। 


নিমতলা ঘাটে গঙ্গায় তলিয়ে মৃত্যু
অন্যদিকে মঙ্গলবার কলকাতায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। মৃতদেহ সত্কারে এসে নিমতলা ঘাটে গঙ্গায় তলিয়ে গেলেন পাঁচ যুবক। সোমবার রাতের ঘটনা। একজনের মৃতদেহ উদ্ধার হয়। নিখোঁজ আরও দুই যুবক। স্থানীয়দের তত্পরতায় রাতেই দু’ জনকে উদ্ধার করা হয়। সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা বলে দাবি পুলিশের। পাঁচজনই বেলেঘাটার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে গঙ্গায় বান আসার সময় ঘাটে বসে গল্প করছিলেন পাঁচ যুবক। অভিযোগ, তাঁরা মত্ত অবস্থায় ছিলেন। স্থানীয়রা সতর্ক করা সত্ত্বেও ঘাট থেকে সরে আসেননি। উত্তর বন্দর থানার দাবি, বান আসার আগে পুলিশের তরফে নিয়মমাফিক সতর্কতামূলক প্রচার চালানো হয়েছিল।