সনৎ ঝা, ইংরেজবাজার: SIR-এর চাপে ফের BLO মৃত্যুর অভিযোগ উঠল। এবার BLO মৃত্যুর খবর এল মালদা থেকে। পরিবারের অভিযোগ, ঠান্ডার মধ্য়ে প্রচণ্ড কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। চিকিৎসক বিশ্রাম নিতে বলেছিলেন তাঁকে। কিন্তু কাজের চাপে বিশ্রাম নিতে পারেননি। তাতেই বুধবার ভোরে ওই BLO মারা যান বলে জানা যাচ্ছে। এলাকার তৃণমূল কাউন্সিলর নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছেন। পাল্টা বিজেপি-র দাবি, তৃণমূলই চাপ সৃষ্টি করছে BLO-দের উপর। (SIR in Bengal)

Continues below advertisement

মালদার ইংরেজবাজার থেকে এই ঘটনা সামনে এল। SIR-এর কাজে নিযুক্ত ছিলেন BLP, ৪৮ বছর বয়সি সম্পৃক্তা চৌধুরী সান্যাল। তিনি ইংরেজবাজারেরই বাসিন্দা, ফুলবাড়ি পাকুড়তলা। বুধবার ভোরে বাড়িতেই মারা যান তিনি। স্বামীর অভিযোগ, ঠান্ডার মধ্যে প্রচণ্ড কাজের চাপে BLO অসুস্থ হয়ে পড়েন সম্পৃতা। চিকিৎসক বিশ্রাম নিতে বললেও কাজের চাপে তা সম্ভব হয়নি। (Malda News)

সম্পৃক্তা BLO হিসেব কাজ করছিলেন ১৫ নং ওয়ার্ড। তিনি পেশায় ICDS কর্মী ছিলেন। পরিবারের দাবি, প্রচন্ড ঠান্ডায় এমনিতেই অসুস্থ হয়ে পড়েন সম্পৃক্তা। চিকিৎসক জানিয়েছিলেন, কোল্ড ইনফেকশন হয়েছে তাঁর। ভর্তি না করলেও, বাড়িতে ওষুধ খেলে, বিশ্রামে থাকলে ঠিক হয়ে যাবে বলে জানানো হয়। কিন্তু SIR নিয়ে প্রচণ্ড চাপ ছিল কাজের। খোলা আকাশের নীচেই কাজ করতে হয় তাঁকে। তাতেই সম্পৃক্তা মারা গিয়েছেন বলে দাবি পরিবারের। 

Continues below advertisement

সম্পৃক্তার স্বামী বলেন, "প্রচণ্ড কাজের চাপ। যাঁরা BLO হিসেবে কাজ করেন, তাঁরা সকলেই জানেন চাপটা কী। প্রতি মুহূর্তে এত প্রেসার দিত...ভুল তথ্য সংশোধন করে নিয়ে গেলে, আরও চাপিয়ে দিত। এভাবে পাল্টাতেই থাকত। ডাউনলোড করার ব্যাপার ছিল। মাথা খারাপের জোগাড় হতো। বাইরে, মাঠে বসে, ঠান্ডার মধ্যে কাজ করত। ঠান্ডা লেগে গলার স্বর বন্ধ হয়ে গিয়েছিল। কথা বলতে পারত না। নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসক জানান, ভর্তি হওয়ার দরকার নেই। ওষুধেই কাজ হবে। ওষুধ খেয়ে কাজও হয়েছিল। কিন্তু তার পর আবার সেই মাঠে, হাওয়ায় বসে কাজ।"

ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে সম্পৃক্তার। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট বোঝা যাবে বলে মনে করছেন সকলে। পশ্চিমবঙ্গে SIR চলাকালীন পর পর BLO মৃত্য়ুর ঘটনা ঘটেছে। গতকাল শিলিগুড়ির ফুলবাড়ি থেকেও এমন একটি ঘটনা সামনে এসেছে। অসুস্থ ছিলেন, তার পর কাজে চাপে মারা গিয়েছেন বলে ওই পরিবারও দাবি করে। সম্পৃক্তার ক্ষেত্রেও কাজের চাপ ছিল বলে দাবি করছে পরিবার।

খবর পেয়ে এদিন সম্পৃক্তাদের বাড়ি যান ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গায়ত্রী ঘোষ। কমিশনের অতিরিক্ত কাজের চাপের ফলে অসুস্থ হয়ে BLO-র মৃত্যু হয় বলে অভিযোগ করেছেন তিনিও। তৃণমূল BLO-দের উপর চাপ সৃষ্টি করছে বলে পাল্টা অভিযোগ করেছে বিজেপি।

অন্য দিকে, SIR শুনানিতে গিয়ে অসুস্থ হয়ে মারা গিয়েছেন নৈহাটির জেঠিয়ার বাসিন্দা, অবসরপ্রাপ্ত রেলকর্মী রত্না চক্রবর্তী। পরিবার জানিয়েছে, খসড়া তালিকায় নাম না থাকায় আতঙ্কে ছিলেন রত্না। তার জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই নিয়েও তৃণমূল বনাম বিজেপি, রাজনৈতিক তরজা শুরু হয়েছে। মাথা ঘুরে পড়ে যান রত্না। হাসপাতালে নিয়ে গিয়ে শয্য়ায় তুলতে তুলতে তিনি মারা যান বলে জানা গিয়েছে। তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক ও নৈহাটির বিধায়ক সনৎ দে হাসপাতালে পৌঁছন।