মালদার মানিকচকে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা। নেপালের কোশি ও গন্ডক নদীর জল ছাড়ায়, সেই জল বিহার হয়ে বাংলায় ঢুকতে শুরু করবে। ফলে মানিকচকের ভূতনি-সহ বিস্তীর্ণ এলাকা ফের প্লাবিত হওয়ার আশঙ্কা। দেড়মাস আগে গঙ্গার রিং বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ভূতনি। জলবন্দি হয়ে আছেন প্রায় এক লক্ষ মানুষ। প্রশাসনের তরফে ৩০টিরও বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে। গত দেড়মাসে মানিকচকে বন্যায় প্রাণ গিয়েছে ৯ জনের। রতুয়ার মহানন্দ টোলা ও বিলাইমারি এলাকাতেও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা। 


মানিকচকেই গতকাল ত্রাণ নিয়ে গিয়েছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রী ফিরতেই কার্যত লুঠ হয়ে যায় ত্রাণ। শনিবার মালদার বন্য়া কবলিত এলাকা পরিদর্শনে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ফোনের মাধ্য়মে মুখ্য়মন্ত্রীর বার্তা পৌঁছলেন বন্য়া দুর্গতদের কাছে। স্থানীয়দের অভিযোগ তিনি যাওয়ার পরই ত্রাণ নিয়ে হুড়োহুড়িতে খালি হাতে ফিরতে হল বন্য়া দুর্গতদের একাংশকে। অভিযোগ, মন্ত্রী এলাকা ছাড়তেই ত্রাণ নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। কার্যত লুঠপাট শুরু হয়ে যায়। ত্রাণ না পাওয়ার অভিযোগ তোলেন ভূতনিরচরের বাসিন্দাদের অনেকেই।                                                           


বানভাসি পরিস্থিতিতে মানিকচকের গোপালপুরে প্রাণ হারিয়েছেন যাঁরা, তাঁদের বাড়িতে যান ফিরহাদ হাকিম। ফোনে শোনান মুখ্যমন্ত্রীর বার্তা ।                                  


আরও পড়ুন, 'পরীক্ষায় বেশি নম্বর, পরীক্ষার হলে বিশেষভাবে বসার সুবিধা TMCP-র সদস্যদের', রামপুরহাট মেডিক্যাল কলেজে খোদ অধ্যক্ষের বিরুদ্ধেই থ্রেট কালচারের অভিযোগ



অন্যদিকে, মালদার ভুতনিরচরে প্লাবিত এলাকায় জলে ডুবলো দুই যুবক। স্থানীয় সূত্রে খবর, নিখোঁজ দুই যুবকের নাম পরিমল মণ্ডল এবং বঙ্কিম মণ্ডল। বৃহস্পতিবার, জমি থেকে পাট ছাড়িয়ে টিনের নৌকা করে ফেরার পথে প্লাবিত এলাকায় নৌকা সমেত তলিয়ে যায় দুই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। স্পিডবোর্ড নামিয়ে শুরু করা হয় তল্লাশি। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি দুই যুবকের। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে