সন্দীপ সরকার, কলকাতা: রামপুরহাট মেডিক্যাল কলেজে খোদ অধ্যক্ষের বিরুদ্ধেই থ্রেট কালচার চালানোর অভিযোগ উঠল। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি লিখে অধ্যক্ষ করবী বড়াল, প্রাক্তন ডিন স্বরূপ সাহা ও বর্তমান ডিন কৌশিক করের নামে অভিযোগ জানান জুনিয়র ডাক্তাররা। এখানেও থ্রেট কালচারে নাম জড়াল বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে, মুস্তাফিজুর রহমান, সৌরভ পালদের। 


অভিযোগ, রামপুরহাট মেডিক্যাল কলেজে অনার্স পাওয়া, পরীক্ষায় বেশি নম্বর এবং পরীক্ষার হলে কে কোথায় বসবে, সেই সুবিধা শুধু তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের জন্যই বরাদ্দ ছিল। দুর্নীতির মদতদাতা ছিলেন অধ্যক্ষ, প্রাক্তন ডিন ও বর্তমান ডিন। অধ্যক্ষ ও বর্তমান ডিন ফোনে সাড়া দেননি, প্রাক্তন ডিন স্বরূপ সাহা অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। 


এদিকে, আর জি কর কাণ্ডের পর থেকে একের পর এক অভিযোগে বিদ্ধ বর্ধমান মেডিক্যালসের প্রাক্তন চিকিৎসক এবং সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস। ইতিমধ্যেই যাঁকে জিজ্ঞাসাবাদ করেছে CBI. সেই বিরূপাক্ষ বিশ্বাসই এবার সেমিনার রুমে উপস্থিতি থেকে থ্রেট কালচার বিতর্কে তাঁর বিরুদ্ধেই পাল্টা চক্রান্তের অভিযোগ তুললেন।


আরও পড়ুন, সাগর দত্ত মেডিক্যালে নিরাপত্তায় জোর, হাসপাতালে বাড়ল পুলিশের সংখ্যা


আর জি কর কাণ্ডের পর চাপের মুখে প্রথমে বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করে স্বাস্থ্যভবন। এরপর বিরূপাক্ষ বিশ্বাস-সহ ৩ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছ কলকাতা পুলিশ। বিরূপাক্ষ বিশ্বাস আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত। একসঙ্গে একাধিক জায়গায় তাঁদের উপস্থিতির একগুচ্ছ ছবি সামনে এসেছে। অথচ সেই বিরূপাক্ষ বিশ্বাসের দাবি, ৯ অগাস্ট আর জি কর মেডিক্যালে গেলেও, তাঁর না কি সন্দীপ ঘোষের সঙ্গে কথাই হয়নি!। উল্লেখ্য, মেডিক্যাল কলেজে থ্রেট কালচার চালানো, আর জি কর মেডিক্যালে চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন সেখানে উপস্থিতি, এমনই ভুরি ভুরি অভিযোগে নাম জড়িয়েছে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস ও অভীক দে।                                                                


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে