করুণাময় সিংহ, মানিকচক: রাতের অন্ধকারে দুঃসাহসিক ডাকাতির ছক (Dacoity)। তার জন্য জড়ো হয়েছিল ১৫-১৬ জনের একটি দল। পাইপ গান থেকে ধারাল অস্ত্র, রড সব রাখা ছিল প্রস্তুত। অন্ধকার গাঢ় হলেই পরিকল্পনা বাস্তবায়নের ছক ছিল। কিন্তু চূড়ান্ত তৎপরতা দেখিয়ে প্রায় শেষ মুহূর্তে সেই ডাকাতির ছক বানচাল করে দিল মালদার (Malda News) পুলিশ। গ্রেফতার করা হয়েছে ডাকাতদলের দুই সদস্যকেও।
পুলিশি তৎপরতায় দুঃসাহসিক ডাকাতির ছক ভেস্তে গেল মালদায়
মালদা জেলার মানিকচক (Manikchak News) এলাকার ঘটনা। আন্তঃরাজ্য ঘাট এলাকায় রুদ্ধশ্বাস অভিযান চালায় পুলিশ। তাতেই সাফল্য মিলল। ডাকাতদলের বেশিরভাগ সদস্য হাত ছাড়িয়ে পালাতে সক্ষম হলেও, দু’জনকে গ্রেফতার করা গিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকিদেরও হদিশ মিলবে বলে আশাবাদী পুলিশ।
এলাকায় দুঃসাহসিক ডাকাতির পরিকল্পনা চলছে বলে গোপন সূত্রে খবর পেয়েছিল পুলিশ। সেই মতো শুনবার গভীর রাতে অভিযানে নামে মানিকচক থানার আইসি পার্থসারথি হালদার নেতৃত্বাধীন বিশাল পুলিশ বাহিনী। ডাকাতির ঠিক আগের মুহূর্তের ওই অভিযান চালিয়েই ভেস্তে দেওয়া গেল পরিকল্পনা।
আরও পড়ুন: Kolkata: হরিদেবপুরে ঋণ শোধের নামে মহিলাকে ব্ল্যাকমেল, হুমকি ফোন
ডাকাতদলের হাতে থাকা বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করা গিয়েছে, যার মধ্যে রয়েছে, দু’টি পাইপগান, দুই রাউন্ড গুলি, ধারাল অস্ত্র এবং লোহার রডও। ডাকাতির জন্য ১৫-১৬ জনের একটি দল একত্রিত হয়েছিল বলে জানা গিয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের অধিকাংশ পালিয়ে যেতে সক্ষম হলেও, দু’জনকে পাকড়াও করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ
ডাকাত দলের ধৃত দুই সদস্যকে বিফল মণ্ডল এবং বিশ্বজিৎ মণ্ডল নামে শনাক্ত করা গিয়েছে। প্রথম জন মোথাবাড়ি থানা এলাকার বাসিন্দা। দ্বিতীয় জনের বাড়ি ভুতনি থানায় এলাকায়। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে মানিকচকের কোনও প্রান্তে বড় ধরনের ডাকাতির ছক ছিল দুষ্কৃতীদের। তবে তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে সমস্ত ছক ভেস্তে দেয় পুলিশ। সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে রবিবার মালদা জেলা আদালতে তোলা হয় ডাকাতদলের ধৃত দুই সদস্যকে।গোটা ঘটনার তদন্ত চালানোর পাশাপাশি, ডাকাত দলের বাকি সদস্যদের পাকড়াও করতেও পুলিশি অভিযান চলছে।