করুণাময় সিংহ, ইংরেজবাজার: ভোট প্রচারে বাধা এবং হুমকি দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর (BJP)। মালদার (Malda) ইংরেজবাজারে তৃণমূলের (TMC) বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করলেন ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সঞ্জয় শর্মা। তাঁর আরও অভিযোগ, প্রচারে বেরিয়ে প্রতি পদে বাধা পাচ্ছেন তিনি।
বিজেপি (BJP) প্রার্থীর অভিযোগ ওই ওয়ার্ডের কামারপাড়া এলাকায় যখন তিনি প্রচার করেছিলেন সেই সময় তাঁকে প্রচারে বাধা দেওয়া হয়। তৃণমূলের বাইক বাহিনী তাঁকে প্রচারে বাধা দেয় বলে অভিযোগ। এমনকি হুমকিও দেওয়া হয়। এই ঘটনার লিখিত অভিযোগ ইংরেজবাজার থানায় দায়ের করেছেন বিজেপি প্রার্থী। তিনি বলেন, তাঁকে হুমকি দিয়ে কোন লাভ হবে না। অবাক এবং শান্তিপূর্ণ ভোট করার জন্য পুলিশ প্রশাসনকে হস্তক্ষেপ করতে হবে বলেও তিনি জানান।
অসার অভিযোগ, পাল্টা তৃণমূল। ইংরেজবাজার পুরসভা ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কাকলি চৌধুরী বলেন, “এই ওয়ার্ডে আমি ঘরের মেয়ে। দীর্ঘ কয়েক বছর ধরে কাউন্সিলর আছি। উনি একা একা প্রচার করছেন সঙ্গে কোনও লোক নেই। সঙ্গে কোন লোক না পেয়ে এসব ভিত্তিহীন অভিযোগ করছেন তিনি।‘’ এই বিষয়ে মালদা সদরের মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানো বলেন, ঘটনায় পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করতে রাজ্য নির্বাচন কমিশন ও প্রশাসন তৎপর।
অন্যদিকে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী অমিত মাহাতোকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। গেরুয়া শিবিরের দাবি, পুরভোটে একটি বুথের দায়িত্বে থাকা তাদের ওই কর্মীকে একা পেয়ে শাসক দলের কর্মীরা লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করেন। বহরমপুর শহরে আবার ছেঁড়া হল তৃণমূল প্রার্থীদের ফ্লেক্স, মোছা হল দেওয়াল লিখন। শাসক দলের দাবি, সোমবার রাতে ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অপর্ণা শর্মার ফ্লেক্স ছেঁড়া হয়। মুছে দেওয়া হয় ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ববিতা ভল্লার সমর্থনে লেখা দেওয়াল। দু’টি ক্ষেত্রেই অভিযোগের তির কংগ্রেসের দিকে।
আরও পড়ুন: Municipal Election 2022: আগামী পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের আদালতে আবেদন বিজেপির