মালদা: আজ থেকেই খুলেছে স্কুলের দরজা। স্কুলে ফিরল অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। কিন্তু স্কুলে এসে ফিরে যেতে হল পুরাতন মালদার (Malda) কালাচাঁদ হাইস্কুলের পড়ুয়াদের। ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক। স্কুলে চলছে রং এবং সাফাইয়ের কাজ। দাবি প্রধান শিক্ষকের। তদন্তের নির্দেশ জেলাশাসকের (District Magistrate)।


এদিন এক পড়ুয়া জানায়, “অনেকক্ষণ ঘুরে বেড়ালেও ক্লাস হয়নি। পরে মাঠে ক্লাস শুরু হয়।’’ ঘটনার সত্যতা স্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক জানান, “এত তাড়াতাড়ি স্কুল খুলবে বুঝতে পারিনি। স্কুলে রঙের কাজ চলছে। আজ পড়ুয়াদের ডেকেছিলাম। মাঠে পড়ুয়াদের ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আশা করছি সরস্বতী পুজোর পর রঙের কাজ শেষ হয়ে যাবে।’’ তাঁর কথায়, “আজ শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও উপস্থিত হয়েছেন। জেলা স্কুল পরিদর্শক, পরিদর্শন করে গিয়েছেন। সোমবার থেকে স্কুলের ভেতরেই ক্লাস শুরু হবে।’’


উল্লেখ্য গত বছর ১২ ফেব্রুয়ারি ১০ মাস পর খোলে শিক্ষা প্রতিষ্ঠান। এরপর করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বন্ধ করে দেওয়া হয় স্কুল কলেজ। গত বছর অক্টোবর মাসে মুখ্যমন্ত্রী জানান নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কোভিড বিধি মেনে শুরু হবে ক্লাস। এরপর ১৬ নভেম্বর থেকে রাজ্যে খোলে শিক্ষা প্রতিষ্ঠান। এরমধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্ট শেষ হয়েছে। 


এদিকে পঠনপাঠনের খুঁটিনাটি নিয়ে আগেই বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সরকারি সূত্রের খবর, পড়ুয়াদের স্কুল আসার ক্ষেত্রে জোরাজুরি করা হবে না। কোনও পড়ুয়া না এলে, উপস্থিতির হারে তার প্রভাব পড়বে না।  কলকাতা পুরসভার তরফ থেকে এদিন বিভিন্ন স্কুল জীবাণুমুক্ত করা হয় স্কুলগুলি। কথায় বলে, বিদ্যারম্ভে বৃহস্পতি। প্রায় ২ বছর পর সরস্বতী পুজোর আগে, আগামী বৃহস্পতিবারই রাজ্যে ফের খুলে যাচ্ছে স্কুল।  ওই দিনই খুলবে কলেজ ও বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রীর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে গতকাল এবিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল স্কুল ও উচ্চশিক্ষা দফতর। এবার বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।


আরও পড়ুন: Malda News: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একাধিক ঘর, খোলা আকাশের নিচে বাস ৩ পরিবারের