অভিজিৎ চৌধুরী, মালদা : শিঙাড়া দিয়ে ব্রেকফাস্ট। বাঙালির কাছে আদর্শ দিনশুরু। আর সেখানেই কি না গণ্ডগোল। শিঙাড়ায় ছত্রাক পেয়ে তেলেবেগুনে জ্বলে উঠল জনতা। সেই অশান্তি গড়াল থানা-পুলিশ পর্যন্ত। 



 শিঙাড়ার মধ্যে ফাঙ্গাস  !
ঘটনা মালদার। শিঙাড়ার মধ্যে ফাঙ্গাস থাকার অভিযোগ ঘিরে মালদার গাজোলে মিষ্টির দোকানে তুলকালাম বেঁধে গেল। মিষ্টির দোকান থেকে কেনা শিঙাড়ায় মেলে ওই ' ছত্রাক-ভরা ' শিঙাড়া। স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধেয় দোকান থেকে মিষ্টি ও শিঙাড়া কেনেন বামনগোলার এক বাসিন্দা। পরিবারের সদস্যরা সেই শিঙাড়া খেতে গিয়ে দেখেন তার মধ্যে ফাঙ্গাস ধরেছে।  শিঙাড়া খাওয়ার পরেই পরিবারের লোকজন অসুস্থ হয়ে পড়েন বলে দাবি ক্রেতার। অভিযোগ সামনে আসার পরেই মিষ্টির দোকানের সামনে জড়ো হয়ে ক্ষোভ উগরে দেন ক্রেতা ও স্থানীয়দের একাংশ। ব্যবসায়ীকে ঘিরে বিক্ষোভ শুরু করে দেন ক্রেতা ও স্থানীয় বাসিন্দারা।  ঝামেলা বাড়তেই থাকে। তারপর বন্ধ করে দেওয়া হয় দোকান।

মিষ্টিও পচা !
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার পুলিশ। মিষ্টি ব্যবসায়ীকে আটক করে পুলিশ। অভিযোগ, গাজোলের বামনগোলা মোড়ের ওই দোকান থেকে কেনা শিঙাড়ার মধ্যে ফাঙ্গাস পাওয়া গিয়েছে । শুধু তাই নয়, মিষ্টিও নাকি পচে গিয়েছিল। এমনটাই অভিযোগ ক্রেতাদের। 

বাসি শিঙাড়া ও মিষ্টি বিক্রির কথা স্বীকার করলেও তার দায় দোকানের কর্মচারীদের ওপর চাপিয়েছেন মিষ্টি ব্যবসায়ী। নিম্নমানের মিষ্টি বিক্রির অভিযোগ খতিয়ে দেখছে গাজোল থানার পুলিশ।

আরও পড়ুন :  এক নজরে আজকের সব গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখুন  - 



 এক নজরে আজকের শিরোনাম ( Headlines )


- নবান্নের  ( Nabanna ) পর এবার কালীঘাট (Kalighat ) । মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়া হাসনাবাদের হাফিজুলের পুলিশ হেফাজত। কী উদ্দেশ্যে প্রবেশ? জানতে চায় পুলিশ। 


- জেড প্লাসের ( Z plus)  ঘেরাটোপ এড়িয়ে কীভাবে মুখ্যমন্ত্রীর বাড়িতে গা ঢাকা দিয়ে ৭ ঘণ্টা ধরে নজরদারি? সুরক্ষায় প্রশ্ন ওঠার পরেই বাড়ল পুলিশি কড়াকড়ি।


-বিজয়ওয়াড়ায় ( Vijayawada )মাঝআকাশে প্রধানমন্ত্রীর কপ্টারের কাছে হঠাৎ কালো বেলুন! ৫ কংগ্রেস কর্মী গ্রেফতার। বিঘ্নিত হয়নি সুরক্ষা, দাবি পুলিশের। 


- ভোটের পর থেকে নিষ্ক্রিয়, বঙ্গ রাজনীতিতে ফের সক্রিয় হচ্ছেন মিঠুন। বিজেপি দফতরে সুকান্তর সঙ্গে বৈঠক।


- পঞ্চায়েত ভোটের আগে দলকে চাঙ্গা করতে ফের বিজেপির (BJP )  হাতিয়ার মহাগুরু। মিঠুনকে পরমাণু বোমা বলে ব্যাখ্যা সুকান্তর। লাভ নেই, পাল্টা তৃণমূলের। 


- মুকুলের ইস্তফার পর এবার পিএসির চেয়ারম্যান রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী। ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া বিধায়ককে কেন? প্রশ্ন বিজেপির।


- নির্মলের পর এবার বাগদার বিধায়ক বিশ্বজিত। মমতার সঙ্গে রানি রাসমণির সঙ্গে তুলনা।

- বালির তৃণমূল নেতা তপন দত্তর খুনের মামলায় এবার এফআইআর দায়ের করল সিবিআই। হাইকোর্টের নির্দেশে মামলা রুজু।


- এসএসসির পরে এবার দমকলে নিয়োগেও দুর্নীতির অভিযোগ। দমকলের ফায়ার অপারেটর পদে নিয়োগে হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ। 


- বাংলা চলচ্চিত্রে যুগের অবসান। প্রয়াত দাদার কীর্তি, বালিকা বধূর স্রষ্টা তরুণ মজুমদার। শেষ ইচ্ছে অনুযায়ী নিঃশব্দে এসএসকেএমে দেহদান।