অভিজিৎ চৌধুরী, মালদা: অতিমারিতে ওষুধ পাচার চক্রের রমরমা চলছেই। মালদায় (Malda News) ফের পাটার হওয়ার সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ (Cough Syrup) বাজেয়াপ্ত করল পুলিশ (Malda Police)। এই ঘটনায় ছ’জন মাদক পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে। এর পিছনে বড় কোনও চক্র কাজ করছে বলেই ধারণা পুলিশের। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।


দুর্গাপুর থেকে মালদা শহরে ঢোকার পথে বৈষ্ণবনগর এলাকায় ৩৪ নং জাতীয় সড়কের উপর সরকারি বাসে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ কাশির সিরাপ বাজেয়াপ্ত করা হয়। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ওই সরকারি বাসে তল্লাশি চালানো হয়। তাতেই ৬৮৫ বোতল ফেনসিডিল সিরাপ (Phensedyl Cough Syrup) উদ্ধার করা হয়। ওই বিপুল পরিমাণ সিরাপ পাচারের অভিযোগে ঘটনাস্থল থেকে ছ’জন মাদক পাচারকারীকেও গ্রেফতারও করে পুলিশ।


প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ফেনসিডিলের বোতলগুলি কালিয়াচকে নামানোর কথা ছিল। সেখান থেকে বাংলাদেশে (Bangladesh) পাচারের ছক কষেছিল মাদক পাচারকারীরা। তার আগেই খবর পেয়ে হানা দেওযায় ওই বিপুল পরিমাণ কাসির সিরাপ উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম, আব্দুল রহিম (৩৪), তাহিরুল শেখ(৩৪),সাফিক শেখ(৩২),মাসির শেখ(৪০),ফুলচাঁদ মণ্ডল (৩৪) এবং প্রজা মণ্ডল(২৩)।কালিয়াচক এবং বৈষ্ণবনগর থানা এলাকাতেই বাড়ি ধৃতদের। শুক্রবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।


আরও পড়ুন: Kultali News: দু'দিন পর জঙ্গলে ফিরল ডোরাকাটা, কুলতলিতে খাঁচাবন্দি বাঘকে মুক্ত করল বন দফতর


তবে এই প্রথম নয়, এর আগে ডিসেম্বর মাসে কালিয়াচকের একটি আমবাগান থেকে আড়াই হাজার বোতল কাশির সিরাপ উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, কালিয়াচক, হাবিবপুর, গোলাপগঞ্জ-সহ বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাদক পাচারকারীরা। সেগুলি বাংলাদেশে মাদকাসক্তদের কাছে পাচারের পরিকল্পনা ছিল বলেও জানতে পারে পুলিশ।


তার আগে, নওয়াদাতেও বিপুল পরিমাণ ফেনসিডিল সিরাপ উদ্ধার করে সীমান্তরক্ষী বাহিনী। সে বার ১৫-২০ জনের একটি পাচারকারী দলের হদিশ মেলে। বাংলাদেশে পাচার করা হচ্ছিল ওই বিপুল পরিমাণ কাশির সিরাপ। সে বার সীমান্তরক্ষীর গুলিতে পাচারে যুক্ত বলে অভিযুক্ত এক যুবকের মৃত্যুও হয়।