করুণাময় সিংহ, এবিপি আনন্দ, মালদা: ব্যবসায়িক লেনদেনে আর্থিক প্রতারণার অভিযোগ। মালদায় (Malda News) গ্রেফতার ব্যবসায়ী ও তাঁর ছেলে (Father and Son Arrested)। কলকাতা পুলিশের একটি দল আজ মালদার অভিরামপুরে ব্যবসায়ীর বাড়িতে হানা দেয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে ব্যবসায়ী ও তাঁর ছেলেকে গ্রেফতার করা হয়।


মালদায় গ্রেফতার ব্যবসায়ী ও তাঁর ছেলে


মাদক-যোগের অভিযোগে রবিবার মালদার গাজোলের মাছ ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল CID। তাঁর বাড়িতে মিলেছিল ১ কোটি ৩৯ লক্ষ টাকার, পাহাড়। এ বার এবার আৰ্থিক প্রতারণার অভিযোগে মালদার এক হোটেল ব্যবসায়ী ও তাঁর ছেলেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। 


বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায়, মালদার অভিরামপুর এলাকায় নিরঞ্জন আগরওয়াল নামে এক হোটেল ও রাইস মিল ব্যবসায়ীর বাড়িতে পৌঁছয় কলকাতা পুলিশের একটি দল। চার ঘণ্টারও বেশি সময় ধরে তাঁর বাড়িতে চলে তল্লাশি। চলে জিজ্ঞাসাবাদ।


আরও পড়ুন: একের পর এক বাইক চুরি, তদন্তে নেমে ডানকুনি থানার পুলিশের জালে ৪


এরপর ওই ব্যবসায়ী এবং তাঁর ছেলেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। মালদা আদালত থেকে অভিযুক্ত ব্যবসায়ী ও তাঁর ছেলেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে কলকাতায় রওনা দেয় পুলিশ।


বাইক চুরির তদন্তে ডানকুনিতে পুলিশের জালে চার


অন্য দিকে, ডানকুনি থানা এলাকায় বেশ কিছুদিন ধরেই বাইক চুরির ঘটনা ঘটছিল। দিল্লি রোড, বা দুর্গাপুর রোডে রাস্তার ধারে রাখা বাইকগুলিই বেশি চুরি হচ্ছিল। স্থানীয়  থানায় বেশ অনেকগুলি বাইক চুরির অভিযোগও জমা পড়ে।  তদন্তে নেমে পুলিশ হাওড়া ডোমজুড় এলাকা থেকে চারজনকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে তাদের থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া দশটি বাইক। তাদের সাতদিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা সেটাও খতিয়ে দেখছে ডানকুনি থানার পুলিশ।


মাসখানেক আগে মোটরবাইক চুরি চক্রে একাধিক গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ। উদ্ধার হয় একাধিক বাইক। মোট পাঁচদিনে ৬টি চোরাই বাইক উদ্ধার হয়। ধৃতের সংখ্যা বেড়ে ২। ২৩ জুন, লেকটাউনের জয়া সিনেমা হলের সামনে একটি বাইক চুরি যায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাইক চুরি চক্রের তিন পাণ্ডাকে চিহ্নিত করে পুলিশ। ১ জুলাই সৌরভ ঘোষ ও তারপর অভিজিৎ কাহার নামে চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করা হয়। বাইক চুরি করে ভিনরাজ্যে পাচার করা হত বলে পুলিশের দাবি।