অভিজিৎ চৌধুরী, মালদা : আবার গুলি চললো মালদায়। গুলিতে আহত দ্বাদশ শ্রেনীর ছাত্র। আহত  ছাত্রের নাম আবদুল সাহিদ ১৯ । বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র আবদুল। বুকের  ডানদিকে গুলি লেগেছে তার। অবস্থা আশঙ্কাজনক। কলকাতায় স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর বাজার এলাকায়। সোমবার রাত সাড়ে আটটায় সময় এই গুলি চালানোর ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ গতকাল রাতে বাড়ি থেকে বের হয়েছিল এই ছাত্র। এরপর হঠাৎ করে এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে রাজ সেখ নামে এক যুবকের বিরুদ্ধে। 

আরও পড়ুন, 'বাংলার পঞ্চায়েত অফিসে চাকরি করছেন বাংলাদেশি নাগরিক' ! বিস্ফোরক অভিযোগ উঠল এবার বনগাঁয়

ফের গুলি চলল মালদায়! গুলিবিদ্ধ ছাত্র, এবার ঘটনাস্থল মোথাবাড়ির পঞ্চানন্দপুর বাজার। আর সেই গুলি ফুঁড়ে গেল, দ্বাদশ শ্রেণির এক ছাত্রের শরীর। পরিবারের দাবি, সোমবার রাতে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরোন ওই ছাত্র। ঘণ্টাখানেক পর ছেলের উপর গুলি চালানোর খবর পান তাঁরা। ছাত্রের বাবা বলেন, আনুমানিক সাড়ে আটটা নাগাদ হঠাৎ করে একটা ফোন এল যে আপনার ছেলেকে গুলি করেছে। আমার মেজো ছেলে, আর কয়েকজন লোক তারা নিয়ে আসে। খুব অসহায় অবস্থায় একটা ICU গাড়িতে সঙ্কটজনক অবস্থায় আমরা হতভম্ব হয়ে কী করব বুঝতে পারছি না। এই ঘটনায় রাজ শেখ নামে ওই ছাত্রেরই এক পরিচিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

 ছাত্রের মা  রিনা বিবি বলেন, ছেলে খালি একটাই কথা বলেছে যে রাজ গুলি মেরেছে। ছেলে আর কোনও কথা বলতে পারেনি। শাস্তি কিছু না হলে তো কিছু বুঝতে পারবে না। করতেই থাকবে একের পর এক। পুলিশসূত্রে খবর, ঘটনার পর পলাতক অভিযুক্ত রাজ শেখ। এদিকে এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ করেছে বিজেপি। পাল্টা তৃণমূলের দাবি,ব্য়ক্তিগত কারণেই এই ঘটনা। কালিয়াচক ২ নং ব্লক ও বিজেপি নেতার পঞ্চায়েত সমিতির সদস্য  নিবারণ ঘোষ বলেন, 'পুলিশের মদতেই এই ধরণের ঘটনা ঘটছে। যে ছেলেটি গুলি মেরেছে, সেই ছেলেটি হচ্ছে তৃণমূলের বড় মাপের নেতা।' মোথাবাড়ির যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তহিদুর রহমান বলেন, নিজেদের মধ্য়ে  মোবাইলের ঝামেলা নিয়ে এই ঝামেলাটা করেছে।এখানে যে মেরেছে বা যাকে মেরেছে দুজনেই আমাদের দলের বিভিন্ন মিটিং মিছিলে ওরা গিয়েছে বিভিন্ন সময়। কী নিয়ে ঝামেলাটা নিজেদের মধ্য়ে হল বুঝতে পারছি না।'আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রকে প্রথমে মালদা মেডিক্য়াল কলেজ ও পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার NRS মেডিক্য়াল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।