করুণাময় সিংহ, অভিজিৎ চৌধুরী , মালদা : মালদার তৃণমূল জেলা সহ সভাপতি দুলাল সরকার খুনের ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে ৩ জন ইংরেজবাজারেরই বাসিন্দা। পুলিশের দাবি, এদের মধ্যে অভিজিৎ ঘোষ ও অমিত রজক আততায়ীদের থাকার জায়গা ঠিক করে দেওয়া থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র ও বাইক জোগাড় করে দিয়েছিল।এমনকী, খুনে ব্যবহৃত অস্ত্র লোপাট করাতেও সাহায্য করেছিলঅভিজিৎ-অমিত। খুনের পর আততায়ীরা কোন রাস্তা দিয়ে পালাবে, সেই ম্যাপও তৈরি করে এরা ২ জন। কিন্তু এরা তো শুধুই কাজ করেছিল , কিন্তু খুনটা করালো কে, কার চোখের বালি হয়ে উঠেছিলেন তৃণমূল নেতা, এই নিয়ে তাঁর কাউন্সিলর স্ত্রী যা বললেন, তা নিঃসন্দেহে বিস্ফোরক ।
দুলাল সরকারের স্ত্রীর বিস্ফোরক অভিযোগ
নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার। তিনি নিজেও ইংরেজবাজার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তাঁর বদ্ধমূল ধারণা, ‘রাজনৈতিক লোকই তো মাথা’। সেই সঙ্গে তাঁর কথায় স্পষ্ট ইঙ্গিত, তিনি সন্দেহ করছেন যে, ‘আসল অপরাধী'কে আড়াল করা হতে পারে। তাই তিনি এবিপি আনন্দর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জানালেন, ‘আসল অপরাধী যেন আড়াল না হয়' । তাহলে কি দুলাল সরকার গোষ্ঠীদ্বন্দ্বের শিকার ? চৈতালির কথায় ইঙ্গিত তেমনই। 'রাজনৈতিক লোকই তো মাথা। রাজনৈতিকভাবে আমাদের অনেক ক্ষতি করার চেষ্টা করেছিল। দলীয় নেতৃত্বকে জানিয়েওছিলাম। আশা করব, কোনও কিছুর বিনিময়ে আসল অপরাধীকে আড়াল করা হবে না। '
'রাজনৈতিক লোকই হয়ত সেই মাথা'
চৈতালি সরকারের সন্দেহ, 'এখানে বেশকিছু বড় মাথা আছে যারা এটা ঘটিয়েছে। যারা ধরা পড়েছে, তারা শুধুমাত্র ভাড়া করা লোক। মাথাগুলোকে টেনে বার করতে হবে।' দুলালের স্ত্রীর দাবি, রাজনৈতিক লোকই হয়ত সেই মাথা। যার হয়তরাজনৈতিক কোনও ক্ষতি হচ্ছিল দুলাল সরকার বেঁচে থাকলে। তারাই হয়ত ফায়দা তুলতে চাইছে । দুলাল সরকারের স্ত্রীর সন্দেহ, ' একজন নয়, একাধিকজন আছে।' 'বড় মাথা' বলতে কার দিকে ইঙ্গিত করছেন? কে সেই 'রাজনৈতিক লোক'? সেই উত্তর কি মিলবে আগামী দিনে ?
আরও পড়ুন : ফের দুয়ারে সরকার, আপনার এলাকায় আছে ক্যাম্প? এভাবেই খুঁজে নিন মোবাইলে