করুণাময় সিংহ, মালদা: মালদার (Malda) রতুয়ায় তৃণমূল সমর্থক (TMC Worker) প্রতিবেশীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত (TMC Panchayat) সদস্যর বিরুদ্ধে। রতুয়া থানায় শাসক দলের নেতার বিরুদ্ধে দায়ের হয়েছে খুনের অভিযোগ। অভিযুক্ত পঞ্চায়েত সদস্য পলাতক বলে জানিয়েছে পুলিশ।


বিবাদ গড়াল রক্তারক্তি কাণ্ডে


প্রতিবেশীর মোষ ঢুকে পড়েছিল ঘরে। তাই নিয়ে বিবাদ গড়াল রক্তারক্তি কাণ্ডে! প্রতিবেশীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। 


'খুন' দলীয় সমর্থক প্রতিবেশী                                                                                                                                          


অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তার পরিবার। বৃহস্পতিবার রাতে, ঘটনাটি ঘটেছে, মালদার রতুয়ার বাজিতপুর বদনটোলা এলাকায়। তৃণমূল নেতার (TMC Leader) হাতে 'খুন' দলীয় সমর্থক প্রতিবেশী। স্থানীয় সূত্রে খবর, জমি নিয়ে বছরখানেক ধরে মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শ্যামবিহারী যাদবের সঙ্গে বিবাদ চলছিল প্রতিবেশী দেবনারায়ণ যাদবের। 


এরই মধ্যে বৃহস্পতিবার রাতে, দেবনারায়ণের একটি মোষ ঢুকে যায় শ্যামের বাড়িতে। তাই নিয়ে বিবাদ বাধে দুই পরিবারের। মুহূর্তের মধ্যে সামান্য বিবাদ পরিণত হয় সংঘর্ষে। 


কী অভিযোগ উঠেছে


অভিযোগ, পরিবারের সদস্যদের নিয়ে শ্যাম হামলা চালান দেবনারায়ণের ওপরে। মারধর করার পাশাপাশি, ধারালো হাঁসুয়া দিয়ে দেবনারায়ণের পেটে কোপ মারেন শ্যাম। বাবাকে বাঁচাতে গিয়ে আহত হন ছেলে। গুরুতর যখম অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বছর ৫৩-র ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 


রতুয়া থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জমি নিয়ে বিবাদের জের? ঘরে মোষ ঢুকে পড়ার কারণ? না কি নেপথ্যে অন্য কোনও ঘটনা? ঠিক কী কারণে খুন তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে রতুয়া থানার পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তরা পলাতক। 


আরও পড়ুন: Calcutta High Court: ৪ ঘণ্টার মধ্যে নির্দেশ না মানলে, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে আদালত অবমাননার হুঁশিয়ারি