করুণাময় সিংহ, মালদা: বিশৃঙ্খলার পর এবার মাটিতে পড়ে 'তৃণমূলে নবজোয়ারে'র (Trinamool Nabojwoar) গোপন ব্যালট। মালদা (Malda) চাঁচল স্টেডিয়ামে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে তৃণমূলের গোপন ব্যালট। গত বুধবার এই চাঁচল স্টেডিয়ামেই রাত্রিবাস করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এখানেই মালদার ৭টি বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী ঠিক করতে গোপন ব্যালটে ভোট হয়। সেই ভোটেরই ব্যালট ছড়িয়ে আছে চাঁচল স্টেডিয়ামে। শুধু মালদা নয় পড়ে আছে দুই দিনাজপুরেরও কিছু ব্যালট।  


ঠিক কী হয়েছে? 


তৃণমূলে নবজোয়ারে বিশৃঙ্খলা তো আছেই। এবার মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে গোপন ভোটের ব্যালট। মালদার চাঁচল স্টেডিয়ামে আজ সকালে তৃণমূলের গোপন ব্যালট এভাবেই ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। গত বুধবার এই স্টেডিয়ামেই রাত্রিবাস করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে মালদার ৭টি বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী ঠিক করতে গোপন ব্যালটে ভোট হয়। সেই ভোটেরই গুচ্ছ গুচ্ছ ব্যালট পড়ে আছে চাঁচল স্টেডিয়ামে। শুধু মালদা নয়, পড়ে আছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু ব্যালটও। গোপন ভোটের ব্যালট এভাবে যদি বাইরে গড়াগড়ি খায়, তাহলে ভোটের কী প্রয়োজন ছিল? প্রশ্ন তুলেছেন তৃণমূলের চাঁচল ১ নম্বর ব্লকের সাধারণ সম্পাদক আবু মহম্মদ পারভেজ নুর।তৃণমূলের জেলা নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


এদিকে, অভিষেক সভাস্থল ছাড়তেই কোচবিহারে তৃণমূলের নবজোয়ারের 'ব্যালট' লুঠ। প্রার্থী বাছাইয়ের গোপন ব্যালট লুঠ করলেন তৃণমূলকর্মীরাই! ছিঁড়ে ফেলা হল ব্যালট পেপার। কাল সকাল থেকে 'পুনর্নির্বাচন', জানাল তৃণমূল। লুঠের মহড়া চলছে। কটাক্ষ সিপিএমের। আইনশৃঙ্খলা হাতের বাইরে চলে গেছে, আক্রমণ বিজেপির।                             


পঞ্চায়েত ভোটে সবস্তরে, তৃণমূলের প্রার্থী বাছাইয়ের দায়িত্ব সাধারণ মানুষের ওপরই ছেড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কীভাবে ভোট দিতে হবে, মঙ্গলবার সভামঞ্চ থেকেই বলেও দেন, তিনি। কিন্তু, তাঁর রাজ্যজোড়া কর্মসূচির প্রথম দিনেই কোচবিহারের সিতাইয়ের গোসানিমারি হাই স্কুল মাঠে দেখা গেল চূড়ান্ত বিশৃঙ্খলা। 


বিরোধীরা কটাক্ষের সুরে বলছে, এতো যেন পঞ্চায়েত ভোটের ট্রেলার। এরপর কি পঞ্চায়েত নির্বাচন আদৌ সুষ্ঠু ও অবাধ সম্ভব?                                     


 


আরও পড়ুন, রান্নার তেলের বোতলে কেন এমন ঢাকনা থাকে জানেন?