করুণাময় সিংহ, মালদা: সাপের কামড় নিয়ে ফের কুসংস্কারের চরম নিদর্শন উঠে এল (Snake Bite)। দংশনের শিকার তরুণকে হাসপাতাল মৃত বলে ঘোষণা করার পরও, মৃতদেহ নিয়ে গিয়ে ঝাড়ফুঁক (Superstition)। এমনকি মৃত্যুর পর হাসপাতাল থেকে তরুণের দেহ নিয়ে যাওয়াকে ঘিরেও বিস্তর ঝামেলা দেখা গেল। হাসপাতাল কর্মীদের সঙ্গেই হাতাহাতিতে জড়ালেন মৃত তরুণের পরিবারের সদস্যরা। বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ (Malda News)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
সাপের কামড়ে মৃত যুবককে নিয়ে ঝাড়ফুঁক!
মালদার চর কাদিরপুরের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, এলাকার বাসিন্দা বছর ২২-এর মিঠুন মণ্ডলকে সোমবার ভোরে সাপে কামড়ায়। প্রায় সঙ্গে সঙ্গেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই তরুণকে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। ঘণ্টা দুয়েকের মধ্যেই মৃত্যু হয় তাঁর। এর পর নিয়ম অনুযায়ী হাসপাতালের তরফে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু তা নিয়েই গোল বাধে মৃত তরুণের পরিবারের সঙ্গে।
হাসপাতাল ময়নাতদন্ত করেত চাইলেও, ওই তরুণের পরিবার তাতে রাজি হয়নি। বরং দেহ বাড়ি নিয়ে যেতে উদ্যত হন তাঁরা। হাসপাতাল কর্মীরা বাধা দিলে শুরু হয় বচসা। ধাকাধাক্কি থেকে হাতাহাতি বেধে যায়। এর পর, জোর করে মৃতদেহ বাড়ি নিয়ে গিয়ে শুরু হয় ঝাড়ফুঁক। নিথর দেহে প্রাণ ফেরানোর চেষ্টায় মৃত তরুণের মুখে ঢালা হয় দুধ। মৃত তরুণের ঠাকুমা বলেন, ‘‘আমরা এখানে ঝাড়ফুঁক করাচ্ছি। আমাদের আশা বেঁচে যাবে। পুলিশকে নিয়ে যেতে দেব না।’’
আরও পড়ুন: Tajpur Port: বিপুল কর্মসংস্থানের আশা, তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণের বরাত পেল আদানি গোষ্ঠী
এই ঘটনায় কার্যতই স্তম্ভিত পুলিশ থেকে প্রশাসন। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, ‘‘একজন সাপে কাটা রোগী ভর্তি হয়েছিল। সে মারা যায়। এরপর পরিবারের লোক জোর করে নিয়ে যায়। হাসপাতালের কর্মীরা আক্রান্ত। আইনি ব্যবস্থা নিচ্ছি।’’
ফের কুসংস্কারের চরম নিদর্শন
পরে মালদা থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার সম্পাদক সুনীল দাস বলেন, ‘‘সাপে কাটা রোগীকে নিয়ে এই ধরনের কুসংস্কার চলছে। আমরা এই কুসংস্কার বন্ধের জন্য লাগাতার চেষ্টা করছি।’’ এই ঘটনায় মালদার পুলিশ সুপার জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে।