Google Using Tips : নিত্যদিন ইন্টারনেটের দুনিয়ায় বেড়েই চলেছে সার্চ ইঞ্জিন গুগলের ব্যবহার। ব্যবহারকারীরা প্রতিটি ছোট জিনিসই এখন গুগলে সার্চ করে। আমরা যা গুগলে সার্চ করি গুগল সেই সম্পর্কে আমাদের তথ্য দেয়। সেই কারণে আজকের বিশ্বে গুগল খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
Google Searching: আপনি যদি গুগল সার্চ সম্পর্কে না জানেন তবে আপনার জন্য এটি জানা গুরুত্বপূর্ণ। যদি আপনি গুগল ব্যবহারের সময় সতর্ক না হন, তাহলে আপনার সমস্যা বাড়তে পারে। আসলে গুগলের নিজস্ব নিয়ম-কানুন আছে। আপনি যদি গুগলে এমন কিছু সার্চ করেন যা গুগলের নিয়মের পরিপন্থী, তাহলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এখানে আমরা আপনাকে এই নিয়মগুলি সম্পর্কে বলব। কেন এই নির্দিষ্ট বিষয়গুলি সার্চ করা আইনত অপরাধ তাও আপনাদের জানানো হবে।
Google Using Tips :গুগলে চাইল্ড পর্ন সার্চ করা অপরাধ
চাইল্ড পর্নোগ্রাফির ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার কঠোর হয়েছে। গুগলে চাইল্ড পর্ন সার্চ করা বা দেখা এমনকী এই সম্পর্কিত কিছু শেয়ার করা অপরাধ। আপনি যদি এইগুলির মধ্যে যেকোনও একটি করছেন, তাহলে Google-এর নিয়ম ও আইন লঙ্ঘনের জন্য আপনার বিরুদ্ধে মামলা করা হতে পারে। এমনকী আপনাকে জেলেও যেতে হতে পারে।
Google Searching: গুগলে কীভাবে বোমা তৈরি করা যায় তা জানতে চাওয়া বেআইনি
অনেক সময় এমন হয় যে আমরা কোথাও কিছু পড়ি বা দেখি ও আমরা Google এ তা অনুসন্ধান করতে শুরু করি। যখন আমরা এটি সম্পর্কে কিছুই বুঝতে পারি না, যেমন একটি বোমা কীভাবে তৈরি করা যায়। তাই সাইবার সেল সবসময় এই ধরনের অনুসন্ধানে নজর রাখে। তাই গুগলে এ ধরনের জিনিস সার্চ করা এড়িয়ে চলা উচিত।
গুগলে গর্ভপাত সম্পর্কিত অনুসন্ধান নিষিদ্ধ
ভারতে গর্ভপাত সংক্রান্ত কিছু আইন করা হয়েছে, যার অধীনে ডাক্তারের পরামর্শ ছাড়া গর্ভপাত করা যায় না। অতএব, গুগলে গর্ভপাতের পদ্ধতি অনুসন্ধান করাও অপরাধ, যার জন্য আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।তাই এবার থেকে সতর্ক হয়ে তবেই গুগল সার্চে কিছু লিখুন।
আরও পড়ুন: Illegal Lending Apps: বেআইনি ডিজিটাল লোন অ্যাপে নাজেহাল ? সরকার নিল এই পদক্ষেপ