অভিজিৎ চৌধুরী, মালদা : কংগ্রেসের থেকে পাঞ্জাব (Punjab) ছিনিয়ে নিয়েছে আম আদমি পার্টি (Aam Aadmi Party)। তারপর থেকেই আত্মবিশ্বাস তুঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের দলের। এবার পশ্চিমবঙ্গেও নিজেদের প্রভাব বাড়াতে তৎপর । সেই লক্ষ্যেই মালদায় শুরু হয়েছে দলের সদস্য সংগ্রহ অভিযান। রতুয়া ২ নম্বর ব্লকের পর এবার রতুয়া ১ নম্বর ব্লকে শুরু হল সদস্য সংগ্রহ অভিযান। রতুয়া স্ট্যান্ডে চলে এই কর্মসূচি। 


সম্প্রতি পাঞ্জাবে ভাল ফল করেছে আম আদমি পার্টি। আগামী ১৬ মার্চ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন ভগবন্ত মান। এদিকে নিজেদের এই বিজয়রথ শুধু দিল্লি, পাঞ্জাবেই নয়, ধীরে ধীরে গোটা দেশেই ছড়িয়ে দিতে চাইছে কেজরিওয়ালের দল। ইতিমধ্যেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে তারা লড়াই করবে বলে জানিয়েছে আপ নেতৃত্ব। 


দিনকয়েক আগে মালদার (Malda) শহরজুড়ে আম আদমি পার্টির (AAP) পোস্টার দেখা যায়। দিল্লির মুখ্যমন্ত্রীর (Arvind Kejriwal) ছবি ও স্থানীয় নেতৃত্বের মোবাইল নম্বর দিয়ে আপের সদস্য হওয়ার আবেদন জানানো হয়। ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় কেজরিওয়ালের ছবি-সহ এ ধরনের একাধিক পোস্টার দেখা যায়। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ও বিজেপি। এ রাজ্যে আপ কিছুই করতে পারবে না বলে আত্মবিশ্বাসী শাসকদল। এদিকে বাংলায় তারাই বিরোধীদল বলে দাবি করেছে বিজেপি।


যদিও আপের কর্মকর্তাদের দাবি, পাঞ্জাবের পর বাংলা দখলে টার্গেট রয়েছে তাদের। স্বচ্ছ বাংলা গড়তে আগামী দু-এক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লক স্তরে শুরু হবে কমিটি গঠনের কর্মসূচি।


যদিও এনিয়ে রতুয়া ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুল হক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই।


উল্লেখ্য, মালদার (Malda) রতুয়ার (Ratua) পর উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বারাসাতের নবপল্লি এলাকাতেও আপের পোস্টার দেখা গেছে। পোস্টারে লেখা ছিল, নোংরা রাজনীতিকে করতে সাফ, বাংলায় এবার আসছে আপ।