অভিজিৎ চৌধুরী, মালদা : বহু বিতর্কের পর অবশেষে মুছে ফেলা হল ভাবুক গ্রাম পঞ্চায়েতের গেরুয়া রং। সরকারি টাকায় গ্রাম পঞ্চায়েত ভবনের নীল-সাদা রং মুছে গেরুয়া রং করেছিল বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত। যা নিয়ে বিতর্ক দানা বাঁধে। অবশেষে সেই বিতর্কের অবসান ঘটিয়েই গেরুয়া রং মুছে আপাতত সাদা রঙের প্রলেপ দেওয়া হয়েছে গোটা বিল্ডিংয়ে।
পুরাতন মালদা ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েত একক সংখ্যাগরিষ্ঠতায় রয়েছে বিজেপির দখলে। প্রধান রয়েছেন প্রভুনাথ দুবে এবং উপপ্রধান হেমা রাজবংশী। গত সপ্তাহে সরকারি বরাদ্দ ৭০ হাজার টাকা ব্যয়ে ভাবুক গ্রাম পঞ্চায়েতের ভবনটি গেরুয়া রং দিয়ে রাঙানো হয়।
ছিল নীল-সাদা...হয়ে যায় গেরুয়া। ম্যাজিক নয়। তবে, এমনটাই ঘটে বিজেপি পরিচালিত পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতে। তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েতের দফতরকে পার্টি অফিসে পরিণত করতে চাইছে বিজেপি। আগে নীল-সাদা রং থাকলেও, সম্পূর্ণ ভবন গেরুয়া রং করা হয়।
গত কয়েক বছরে ভাবুক অঞ্চল বিজেপির শক্ত ঘাঁটি বলেই পরিচিত। গত পঞ্চায়েত ভোটে যখন জেলাজুড়ে দেখা গেছে সবুজ ঝড়। তখনও ভাবুক গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে রাখে গেরুয়া শিবির। ভাবুক গ্রাম পঞ্চায়েত মোট আসন ১৯টি। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল জয়ী হয় ৮টিতে এবং বিজেপির দখলে নেয় ১১টি আসন।
ক্ষমতার আসার পর মুখ্যমন্ত্রীর ইচ্ছেয় কার্যত সব সরকারি সম্পত্তিকে নীল সাদা রং করে, অভিন্নতা বজায় রাখার উদ্যোগ নেয় কলকাতা পুরসভা। জেলাতেও তার ছাপ দেখা যায়। সেই নীল সাদা পঞ্চায়েত দফতরকে বিজেপির বিরুদ্ধে গেরুয়া রঙে রাঙানোর অভিযোগে সরগরম হয়ে ওঠে রাজনীতি।
যদিও এনিয়ে, বিজেপি পরিচালিত ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান রঘুনাথ দুবে বলেন, 'আমরা মানুষের পাশে থেকে কাজে বিশ্বাসী। সামান্য রং নিয়ে রাজনীতি করি না। যেটা তৃণমূলীরা করে। ওদের কোনও কাজ নেই। আসলে কাটমানি পায়নি বলে ওদের জ্বলন ধরেছিল। বিতর্ক চাই না আমরা । তাই আপাতত সাদা রং করা হচ্ছে।'
এর আগে রং-রাজনীতি নিয়ে বিতর্ক কম হয়নি। সরকারি ভবন থেকে সেতু, রাস্তার রেলিং স্টেডিয়াম থেকে ট্যাক্সিতে লেগেঠে নীল-সাদা পোঁচ। রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ইউনিফর্ম নীল-সাদা করার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক কম হয়নি।
এমনকী ত্রিফলা বাতিস্তম্ভে জড়ানো হয়েছে নীল-সাদা আলোর মালা। বাড়িতে নীল-সাদা রং করলে সম্পত্তি করে ছাড় দেওয়ার কথাও ঘোষণা করেছিল কলকাতা পুরসভা। সেই প্রস্তাবের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়। মেট্রোর পিলারে নীল-সাদা রং করার জন্য পুরসভার আবেদন ঘিরেও বিতর্ক মাথাচাড়া দেয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে